Sharjah

ওড়ার মুখেই ধাক্কা মারল জোড়া ঈগল! শারজাগামী বিমান থমকে গেল কোয়ম্বত্তূরে

কোয়ম্বত্তূর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, ১৬৪ জন যাত্রী নিয়ে ‘টেক অফের’ জন্য রানওয়েতে চলতে শুরু করার সময় বিমানের বাঁদিকের ইঞ্জিন এবং প্রপেলারে পর পর দু’টি ঈগল ধাক্কা মারে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৩ ১৭:১৮
এ বার পাখির ধাক্কা এয়ার অ্য়ারাবিরার বিমানে।

এ বার পাখির ধাক্কা এয়ার অ্য়ারাবিরার বিমানে।

পাখির ধাক্কায় বিমানে আবারও বিপত্তি। দু’টি ঈগলের সঙ্গে সংঘর্ষের জেরে এয়ার অ্যারাবিয়া সংস্থার বিমানের উড়ান থমকে গেল তামিলনাড়ুর কোয়ম্বত্তূর বিমানবন্দরে!

কোয়ম্বত্তূর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, সোমবার সকালে সংযুক্ত আরব আমিরশাহির শারজাগামী ওই বিমানটির উড়ানের কথা ছিল। ১৬৪ জন যাত্রী নিয়ে ‘টেক অফের’ জন্য রানওয়েতে চলতে শুরু করার সময় বিমানের বাঁ দিকের ইঞ্জিন এবং প্রপেলারে পর পর দু’টি ঈগল ধাক্কা মারে।

Advertisement

পরিস্থিতির গুরুত্ব আঁচ করে ‘টেক অফ’ বাতিল করা হয়। যাত্রীদের নামিয়ে বিমানটি পরীক্ষা শুরু করানো হয়। বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিজিসিএ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। ঈগলের ধাক্কায় বিমানের ব্লেড ক্ষতিগ্রস্ত হয়েছে। আটকে পড়া যাত্রীদের জন্য হোটেলের ব্যবস্থা করেছে সংশ্লিষ্ট উড়ান সংস্থা।

Advertisement
আরও পড়ুন