DA

পুজোর মুখে ফের মহার্ঘ ভাতা বাড়ানোয় সিলমোহর কেন্দ্রীয় মন্ত্রিসভার, রাজ্যের সঙ্গে বেতনের ফারাক কত হবে?

কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা আগেই ৩৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন। নতুন ঘোষণার ফলে অন্তত ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী সুবিধা পেতে চলেছেন।

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৪:৪০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

পুজোর আগে সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। ফের মহার্ঘ ভাতা বাড়তে চলেছে তাঁদের। পঞ্চম বেতন কমিশন অনুসারে ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনের ব্যবধান আরও বাড়ল।

কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা আগেই ৩৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন। রাজ্য সরকার সেখানে ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিয়ে থাকে। কেন্দ্রীয় সরকারের নতুন ঘোষণার ফলে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে মহার্ঘ ভাতার ব্যবধান বেড়ে দাঁড়াল ৩৫ শতাংশ। কেন্দ্রীয় সরকারের নতুন ঘোষণার ফলে অন্তত ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী সুবিধা পেতে চলেছেন।

Advertisement
আরও পড়ুন
Advertisement