জোর করে বিষ খাওয়ানোর অভিযোগ উঠল বিহারে। প্রতীকী ছবি।
স্ত্রীর সঙ্গে বচসা হয়েছিল। আর তার জেরেই স্বামীকে জোর করে বিষ পান করানোর অভিযোগ উঠল বিহারের এক মহিলার বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে সমস্তিপুরের মুসাপুর পঞ্চায়েতের ঘাথো থানা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, আক্রান্ত যুবকের নাম বিক্রম কুমার সিংহ। হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় ভর্তি করানো হয়েছে তাঁকে। ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। সেই অশান্তি একসময় চরমে ওঠে। অভিযোগ, আচমকাই বিক্রমকে মাটিতে ফেলে তাঁর বুকের উপর চেপে বসেন স্ত্রী বিভা দেবী। বিক্রমের গলায় ছুরি ধরে শাসাতে থাকেন। তার পর তাঁকে বিষ পান করতে বাধ্য করা হয় বলে অভিযোগ।
বিক্রম এবং বিভা দেবীর দুই সন্তান রয়েছে। পুলিশ জানিয়েছে, বিক্রমের সন্তানেরাই জানিয়েছে, বাবার বুকের উপর চেপে বসে তাদের মা। তার পর ছুরি দিয়ে কোপান। যদিও বিক্রমের শরীরে ছুরির কোনও আঘাতের চিহ্ন মেলেনি বলে জানিয়েছে পুলিশ। বিক্রমের মা জ্যোতি দেবী পুত্রবধূর বিরুদ্ধে তাঁর পুত্রকে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন। তার পরই গ্রেফতার করা হয় বিভা দেবীকে।
বিক্রমের পরিবারের দাবি, বিভা দেবীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে। শুধু তা-ই নয়, বিক্রমকে মানসিক এবং শারীরিক ভাবে নির্যাতন করতেন তাঁর স্ত্রী। ২০২৩ সালে স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ করেছিলেন বিভা দেবী। মহকুমা পুলিশ আধিকারিক বিবেক কুমার শর্মা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, সেই ঘটনার রেশ ধরেই অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল বিভা দেবীকে। তার জেরেই এই ঘটনা। তবে ঠিক কী হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।