(বাঁ দিকে) রাহুল গান্ধী, অখিলেশ যাদব(ডান দিকে)। ছবি: পিটিআই।
লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর জবাবি বিতর্কে অংশ নিয়ে বিজেপির পাশাপাশি ‘ইন্ডিয়া’র শরিক কংগ্রেসকেও নিশানা করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর অভিযোগ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এখন নিয়ম করে প্রতিটি সভায় জাতগণনার দাবি তুললেও অতীতে তাঁর দল একে সমর্থন করেনি।
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ মঙ্গলবার বলেন, ‘‘আমরা প্রথম থেকেই জাতগণনার দাবি তুলেছিলাম। কিন্তু কংগ্রেস সে সময় আমাদের সমর্থন করেনি। যদি তারা সমর্থন করত, তা হলে এখন আর দাবিই তুলতে হত না।’’ এর পরেই অবশ্য রাহুলের দলের সঙ্গে তাঁদের জোটের প্রসঙ্গ তুলে সমাজবাদী পার্টির প্রধান বলেন, ‘‘অবশ্য এখন আমরা এক সঙ্গে রয়েছি। আপনাদের (কংগ্রেস) দাবির প্রতি আমাদের সমর্থন রয়েছে। জাতগণনার দাবিতে একসঙ্গেই লড়াই করব।’’
দিল্লির বিধানসভা ভোটের আগের দিন সংসদে ‘ইন্ডিয়া’র বৃহত্তম শরিক কংগ্রেসের উদ্দেশে দ্বিতীয় বৃহত্তম শরিক দলের নেতা অখিলেশের এই মন্তব্য ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে। লোকসভা ভোটে উত্তরপ্রদেশে দু’দলের সমঝোতা হলেও দিল্লির আসন্ন বিধানসভা ভোটে অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ)-র সমর্থনে সভা করেছেন অখিলেশ। ‘ইন্ডিয়া’র পরবর্তী নেতা হিসাবেও তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আগেই প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন তিনি।
দিল্লির ভোটের আগে অতীতে জাতগণনায় কংগ্রেসের সমর্থন ছিল না অভিযোগ তুলে অখিলেশ সুকৌশলে কেজরীর পক্ষে দলিত এবং অনগ্রসর ভোট সংহত করার চেষ্টা করেছেন বলে কংগ্রেসের একটি অংশের অভিযোগ। ওই অংশের দাবি, অখিলেশের অভিযোগ ভিত্তিহীন। কারণ, মনমোহন সিংহের জমানা থেকেই কংগ্রেস নেতৃত্ব জাতগণনার দাবি সমর্থন করেছেন। কিন্তু বিজেপির বিরোধিতার কারণে এ বিষয়ে পদক্ষেপ করতে দেরি হয়েছে। উত্তরপ্রদেশের বিজেপি সরকার কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে ‘মৃতের প্রকৃত সংখ্যা’ গোপন করছে বলেও মঙ্গলবার অভিযোগ করেছেন অখিলেশ।