GST Scam

১০০ কোটির জিএসটি প্রতারণায় ‘পাক-যোগ’

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, জিএসটি প্রতারণার অভিযোগে ধৃতদের নাম আশুতোষ কুমার ঝা ও বিপিন কুমার ঝা।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ০৯:৪৭
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রায় একশো কোটি টাকার জিএসটি প্রতারণার অভিযোগে বিহারের দ্বারভাঙ্গা থেকে আজ দু’জনকে গ্রেফতার করেছে অরুণাচল প্রদেশ পুলিশ। এই ঘটনায় পাক-যোগের কথাও উঠে আসছে। অন্য দিকে, ধানের তুষ ভরা বস্তায় লুকিয়ে প্রায় ৪০ লক্ষ টাকার মদ পাচারের অভিযোগে নওয়াদা থেকে এক জন গ্রেফতার হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, জিএসটি প্রতারণার অভিযোগে ধৃতদের নাম আশুতোষ কুমার ঝা ও বিপিন কুমার ঝা। পুলিশের দাবি, তারা কাগুজে সংস্থার আড়াল থেকে ৬৫৮ কোটি টাকার ভুয়ো রসিদ দেখিয়ে ৯৯.৩১ কোটি টাকা জিএসটি রিটার্ন নিয়েছিল। তদন্তকারীরা জানাচ্ছেন, অভিযুক্তেরা সীমা হায়দরের স্বামী শচীন মেহতার নাম-ছবি ব্যবহার করেছিল। অনলাইন গেম খেলার সময় প্রেমে পড়ে পাকিস্তানের সীমা গত বছর উত্তরপ্রদেশের শচীনের টানে চার সন্তানকে নিয়ে বেআইনি ভাবে ভারতে আসেন। গ্রেফতার হয়ে পরে জামিন পেলেও তাঁকে নিয়ে চর্চা বন্ধ হয়নি। এই প্রতারণার নেপথ্যে পাকিস্তানের কেউ জড়িত কি না, তাদের ভূমিকা ঠিক কী ছিল, এই বিষয়গুলি তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।

নওয়াদার রাজৌলিতে পুলিশ ও আবগারি দফতর ট্রাক থামিয়ে প্রায় চারশো বাক্সে সাড়ে তিন হাজারের মতো বিদেশি মদের বোতল উদ্ধার করেছে। ঝাড়খণ্ড থেকে নতুন বছরের আগে সেগুলি মদ-বর্জিত বিহারের মুজফ্‌ফরপুরে আনা হচ্ছিল। ধৃত ট্রাক চালক সুখবীর সিংহের বাড়ি পঞ্জাবে। জেরায় তাঁর দাবি, সুমনদীপ নামে এক জন তাঁকে পাঠিয়েছিল। সংবাদ সংস্থা

Advertisement
আরও পড়ুন