Delhi Lady Don

হাতে বন্দুক, চারপাশে নিরাপত্তার বলয়, দিল্লিতে কিশোর খুনের ঘটনায় ‘লেডি ডন’ জিকরার খোঁজে পুলিশ

স্থানীয় সূত্রে খবর, সীলমপুর-সহ দিল্লির বেশ কয়েকটি এলাকার ত্রাস এই ‘লেডি ডন’। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সীলমপুরেরই বাসিন্দা জিকরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১৩:৪২
‘লেডি ডন’ জিকরা। ছবি: সংগৃহীত।

‘লেডি ডন’ জিকরা। ছবি: সংগৃহীত।

দিল্লির সীলমপুরে এক কিশোরকে খুনের ঘটনায় নাম উঠে এল ‘লেডি ডন’ জিকরার। তাঁর খোঁজেই তল্লাশি চালাচ্ছে পুলিশ। মৃত কিশোরের নাম কুণাল। তার পরিবারের অভিযোগ, জিকরাই তাঁর দলবল নিয়ে রাস্তা থেকে কুণালকে তুলে নিয়ে গিয়ে খুন করেন। এই খুনের ঘটনায় উত্তপ্ত সীলমপুর।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, সীলমপুর-সহ দিল্লির বেশ কয়েকটি এলাকার ত্রাস এই ‘লেডি ডন’। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সীলমপুরেরই বাসিন্দা জিকরা। অল্প বয়সেই অপরাধের দুনিয়ায় প্রবেশ। তাঁর ভাইও অপরাধ জগতের সঙ্গে জড়িত। তোলাবাজি, অপহরণ এবং খুন-সহ অনেক মামলায় তাঁর নাম জড়িয়ে। তবে সম্প্রতি সীলমপুরের কিশোর খুনের ঘটনায় জিকরার নাম উঠে আসায়, তাঁকে ধরতে তৎপর হয়েছে পুলিশ।

পুলিশের এক সূত্রের খবর, দিল্লির ‘লেডি ডন‌’ নামে পরিচিত জিকরা। তাঁর একটি বড় দল রয়েছে। সব সময় হাতে বন্দুক নিয়ে ঘুরে বেড়ান জিকরা। শুধু তা-ই নয়, তাঁকে সব সময় ঘিরে থাকেন ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা। দুষ্কৃতীদের বেশ কয়েকটি দল চালান জিকরা। সমাজমাধ্যমে অত্যন্ত সক্রিয়। গ্যাংস্টার হাশিম বাবার প্রেমিকা এই ‘লেডি ডন’। এর আগেও বেশ কয়েক বার জেল খেটেছেন জিকরা। তবে সীলমপুরের ঘটনার পর থেকে পলাতক তিনি। পুলিশ সূত্রে খবর, ‘লেডি ডন’-এর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement
আরও পড়ুন