Fake Court in Gujarat

গুজরাতে ভুয়ো আদালত খুলে প্রতারণা! ‘বিচারক’ সেজে ‘রায় দান’, পুলিশি অভিযানে ধৃত অভিযুক্ত

অন্তত পাঁচ বছর ধরে গুজরাতে চলছিল ভুয়ো আদালত। সেখানে বিচারক, আইনজীবী, আদালতের কর্মী— সকলেই ভুয়ো। প্রতারণার অভিযোগে ভুয়ো বিচারককে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১২:৩১

—প্রতীকী চিত্র।

ভুয়ো পুলিশ, ভুয়ো আমলা এমনকি ভুয়ো বিচারক পর্যন্ত ধরা পড়ার তথ্য অতীতে প্রকাশ্যে এসেছে। তবে গুজরাতের গান্ধীনগরের ঘটনা অতীতের এই উদাহরণগুলিকেও কার্যত ছাপিয়ে গেল! শুধু ভুয়ো বিচারকই নয়, একেবারে ভুয়ো আদালত খুলে চলছিল প্রতারণার চক্র। ঘটনায় ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মরিস স্যামুয়েল ক্রিশ্চিয়ান। গত প্রায় পাঁচ বছর ধরে ওই ভুয়ো আদালত চালানোর অভিযোগ উঠেছে ধৃতের বিরুদ্ধে। গান্ধীনগরে অভিযুক্তের একটি অফিস রয়েছে। সেই অফিসটিকেই আদালতের মতো করে সাজিয়ে তুলেছিলেন তিনি। এর পর নিজেই সেখানে ‘বিচারক’ সেজে বসেছিলেন।

Advertisement

২০১৯ সালের একটি ঘটনার তদন্তে নেমে এই ভুয়ো আদালতের খোঁজ পায় পুলিশ। ওই বছরে সরকারি জমি সংক্রান্ত একটি মামলায় আবেদনকারীর পক্ষে ‘নির্দেশ’ দিয়েছিলেন অভিযুক্ত। পাঁচ বছর আগে সেই ‘নির্দেশ’-এর সূত্র ধরেই এই ভুয়ো আদালতের সন্ধান পায় পুলিশ। নগর দায়রা আদালতে যাঁদের জমিজমা সংক্রান্ত মামলা বিচারাধীন, মূলত তাঁদেরই এই প্রতারণার জালে ফাঁসাতেন অভিযুক্ত। একটি নির্দিষ্ট অঙ্কের টাকার বিনিময়ে নগর দায়রা আদালতে জমে থাকা মামলা নিজের ‘সাজানো আদালতে’ শুনানির জন্য টোপ দিতেন তিনি।

নিজের পরিচয় দিতেন আদালত নিযুক্ত এক জন ‘বিচারক’ হিসাবে। কিছু শাগরেদও ছিল তাঁর। ওই ভুয়ো আদালতে তাঁদের কাউকে আইনজীবী বা কাউকে আদালতের কর্মী সাজিয়ে দাঁড় করিয়ে দিতেন। যাতে সকলে সেটিকে আসল আদালত বলে মনে করেন। এই ভাবে ভুয়ো আদালতে গিয়ে প্রতারিত হওয়ার একটি ঘটনা নগর দায়রা আদালতের রেজিস্ট্রারের নজরে আসে। ২০১৯ সালের ওই মামলাটিতে একটি সরকারি জমি সংক্রান্ত বিষয়ে মামলাকারীর পক্ষে ‘রায়’ গিয়েছিল। সন্দেহ জাগার কারণে রেজিস্ট্রার হার্দিক দেশাই নিজেই খোঁজখবর নিতে শুরু করেন। তিনি দেখেন, ওই নামে আদৌ কোনও বিচারক নেই। এমনকি ওই আদালতও ভুয়ো। এর পর রেজিস্ট্রারই স্থানীয় থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান। ওই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ এবং গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ধৃতের বিরুদ্ধে প্রতারণা, সরকারি আধিকারিকের ভুয়ো পরিচয় ব্যবহার করা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন