India-Sri Lanka

মোদীর শ্রীলঙ্কা সফরে জুড়ে গেল বোধিবৃক্ষ থেকে রাম সেতু

অনুরাধাপুরায় জয়শ্রী মহা বোধি মন্দিরে রয়েছে পবিত্র ওই বোধিবৃক্ষ। এ দিন অনুরাধাপুরা বিমানবন্দরে পৌঁছনোর পরে মোদীকে ‘গার্ড অব অনার’ দেয় শ্রীলঙ্কার বায়ুসেনা।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ০৮:৪৫
শ্রীলঙ্কা সফর শেষে অনুরাধাপুরায় বোধিবৃক্ষ দর্শনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শ্রীলঙ্কা সফর শেষে অনুরাধাপুরায় বোধিবৃক্ষ দর্শনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত।

সম্রাট অশোকের কন্যা সিংহলে যে চারা এনেছিলেন, তা থেকেই এই বোধিবৃক্ষের উৎপত্তি বলে বিশ্বাস দু’দেশের বাসিন্দাদের। আজ শ্রীলঙ্কা সফর শেষে অনুরাধাপুরায় সেই বোধিবৃক্ষ দর্শনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন সে দেশের প্রেসিডেন্ট অনুরা
কুমার দিশানায়েক।

Advertisement

অনুরাধাপুরায় জয়শ্রী মহা বোধি মন্দিরে রয়েছে পবিত্র ওই বোধিবৃক্ষ। এ দিন অনুরাধাপুরা বিমানবন্দরে পৌঁছনোর পরে মোদীকে ‘গার্ড অব অনার’ দেয় শ্রীলঙ্কার বায়ুসেনা। পরে মহা বোধি মন্দিরে যান তিনি। সেখানকার প্রধান পুরোহিত মোদীর কব্জিতে বেঁধে দেন পবিত্র ‘রক্ষা সূত্র’। পরে ফেরার পথে আকাশ থেকে দেখতে পাওয়া রাম সেতুর দৃশ্য সমাজমাধ্যমে পোস্ট করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘‘আজ রামনবমীর পুণ্য দিবসে, শ্রীলঙ্কা থেকে ফেরার সময়ে আমি আকাশ থেকে রাম সেতুর পবিত্র দৃশ্য দেখতে পেলাম। ঐশ্বরিক যোগে রাম সেতু দর্শনের সময়েই দেখতে পেলাম অযোধ্যার রামলালার সূর্য তিলকও।’’

আজ অনুরাধাপুরায় ভারতের সাহায্যে তৈরি দু’টি রেল প্রকল্পেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুরাধাপুর স্টেশনে এই উদ্বোধন অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছিলেন স্থানীয়েরা। ভারতের রেল মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থার তৈরি ওই দু’টি প্রকল্পকে শ্রীলঙ্কার পরিকাঠামোয় ভারতের গুরুত্বপূর্ণ অবদান বলে মনে করা হচ্ছে। সমাজমাধ্যমে এই সফরের সময়ে উষ্ণ অভ্যর্থনার জন্য শ্রীলঙ্কাবাসী ও সে দেশের প্রেসিডেন্ট দিশানায়েককে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বিদেশসচিব বিক্রম মিস্রীর দাবি, অনুরাধাপুরায় প্রধানমন্ত্রীর বোধিবৃক্ষ দর্শন বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, ওই বোধিবৃক্ষের সঙ্গে যোগ রয়েছে বুদ্ধগয়ায় বোধিবৃক্ষের। যা দু’দেশের বিশেষ সম্পর্কের চিহ্ন।

মোদীর সফর শেষের সঙ্গে সঙ্গেই অন্তত ১১ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিয়েছে শ্রীলঙ্কা সরকার। শনিবার অনুরাকুমার দিশানায়েকের সঙ্গে মোদীর বৈঠকে দক্ষিণ ভারতের মৎস্যজীবীদের সে দেশের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে গ্রেফতারির প্রসঙ্গ উঠেছিল। শ্রীলঙ্কার মৎস্যজীবীদেরও ভারতীয় উপকূলে গ্রেফতার করা হয় মাঝে মধ্যে। শনিবারের দ্বিপাক্ষিক বৈঠকে গোটা বিষয়টিই মানবিক ভাবে দেখার কথা বলেছিলেন মোদী। তার পরেই শ্রীলঙ্কা সরকার ধৃত ১১ জন ভারতীয়কে মুক্তির সিদ্ধান্ত নিল।

Advertisement
আরও পড়ুন