Narendra Modi

Diwali: ভারতমাতার রক্ষাকবচ আপনারাই, পাক সীমান্তে সেনাদের সঙ্গে দীপাবলি মোদীর

১৯৪৮ সালের নওশেরার পাক বাহিনীর সঙ্গে যুদ্ধে শহিদ ব্রিগেডিয়ার মহম্মদ উসমান-সহ ভারতীয় সেনাদের স্মারকে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

Advertisement
সংবাদ সংস্থা
শ্রীনগর শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২১ ১৫:২৪
নওশেরায় সেনাকর্মীদের মিষ্টিমুখ করাচ্ছেন প্রধানমন্ত্রী।

নওশেরায় সেনাকর্মীদের মিষ্টিমুখ করাচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত।

গত সাত বছরের রীতি মেনেই সীমান্তে গিয়ে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদ্‌যাপদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রদীপ জ্বালিয়ে, নিজের হাতে মিষ্টি খাওয়ালেন তাঁদের।

বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের রজৌরিতে গিয়ে নওশেরা সেক্টরে মোতায়েন জওয়ানদের সঙ্গে দীপাবলি উৎসবে যোগ দেন মোদী। ঘটনাচক্রে, গত তিন সপ্তাহ ধরে রজৌরি এবং পুঞ্চ জেলার সীমানাবর্তী এলাকার জঙ্গলে অনুপ্রবেশকারী পাক জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সেনা। অভিযানে বেশ কয়েকজন সেনা নিহতও হয়েছেন।

Advertisement

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সেই প্রসঙ্গ উত্থাপন করে জওয়ানদের কর্মদক্ষতা, দায়বদ্ধতা এবং শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘‘আপনাদের শক্তিই দেশের নিরাপত্তা নিশ্চিত করছে।’’ তাঁর কথায়, ‘‘সেনা জওয়ানেরাই ভারতমাতার সুরক্ষা কবচ।’’

১৯৪৮ সালের নওশেরার পাক বাহিনীর সঙ্গে যুদ্ধে শহিদ ব্রিগেডিয়ার মহম্মদ উসমান-সহ ভারতীয় সেনাকর্মীদের স্মারকে বৃহস্পতিবার শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। সেনা জওয়ানদের নিজের পরিবার বলেও উল্লেখ করেন।

২০১৪-তে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রতি দেওয়ালিতেই সেনা বা আধাসেনাকর্মীদের সঙ্গে কাটিয়েছেন মোদী। সে বছর সেনাকর্মীদের মনোবল বাড়াতে সিয়াচেনে গিয়েছিলেন তিনি। তার পরের বছর ইন্দো-পাক যুদ্ধের ৫০ বছরের স্মরণে পঞ্জাব সীমান্তে যান। এর পর থেকে কখনও হিমাচল প্রদেশ, কখনও বা জম্মু-কাশ্মীরের গুরেজে দেওয়ালি উদ্‌যাপন করেছেন মোদী।

গত লোকসভা ভোটের আগে মোদী গিয়েছিলেন চিন সীমান্তের সুরক্ষার দায়িত্বে থাকা সেনা এবং ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-এর জওয়ানদের কাছে। ভোটের পরে ২০১৯-এ গিয়েছিলেন রজৌরিতে। গত বছর রাজস্থান সীমান্তে বিএসএফ এবং সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উৎসবে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন
Advertisement