প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।
জাতীয় শিক্ষানীতিতে বাধ্যতামূলক তিন ভাষা সূত্র নিয়ে যখন দেশের দক্ষিণ প্রান্তে রাজনৈতিক তোলপাড় চলছে, ঠিক সেই সময় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর রেডিয়ো অনুষ্ঠানে (মন কি বাত) বৈচিত্রের মধ্যে ঐক্যের বার্তা দিলেন। তাৎপর্যপূর্ণ ভাবে জানালেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ভাষায় তিনি চিঠি পেয়েছেন ভারতীয় নববর্ষ উদ্যাপনের। তাঁর মতে, এই উৎসবগুলিই প্রমাণ করে দেয়, দেশের বৈচিত্রের মধ্যেই ঐক্য নিহিত রয়েছে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে আজ ভারতীয় নববর্ষের সূচনা। ২০৮২ সালের বিক্রম সংবতের সূচনা। মোদীর কথায়, ‘‘বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, গুজরাত থেকে আমি এই উৎসবের শুভ কামনা জানানো চিঠি পেয়েছি। আপনারা বুঝতেই পারছেন, চিঠিগুলি বিভিন্ন ভাষায় লেখা হয়েছে। এটাই একটা বিশেষ দিক, যা আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আজ থেকে নববর্ষের শুরু হল। আর কয়েক দিনের মধ্যেই বিভিন্ন রাজ্যে নববর্ষ আসবে। এই বার্তাগুলি আসতে শুরু করেছে নববর্ষ এবং বিভিন্ন উৎসবের। আর সে জন্যই মানুষ বিভিন্ন ভাষায় আমায় শুভেচ্ছা জানিয়েছেন।’’