Jammu-Kashmir Terror Attack

পহেলগাঁওয়ে জঙ্গিহামলার পর চলছে চিরুনি তল্লাশি, শাহের নেতৃত্বে জরুরি বৈঠক, কিসে গুরুত্ব দিচ্ছেন তদন্তকারীরা

পর্যটকদের সাহায্যের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে অনন্তনাগ পুলিশ— ৯৫৯৬৭৭৭৬৬৯, ০১৯৩২২২৫৮৭০। সেখানে ফোন করে যে কোনও ধরনের তথ্য, সাহায্য পেতে পারবেন পর্যটক ও পরিজনেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ২২:৩৮
হামলার পরে কাশ্মীরের রাস্তায় চলছে তল্লাশি।

হামলার পরে কাশ্মীরের রাস্তায় চলছে তল্লাশি। ছবি: পিটিআই।

পহেলগাঁওয়ে হামলার পরেই মঙ্গলবার রাতে এলাকা জুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছে নিরাপত্তারক্ষী বাহিনী। জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিংহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ইতিমধ্যে কাশ্মীরে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে প্রশাসন এবং পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সূত্রের খবর, তদন্তকারীদের নজরে রয়েছে হামলার সময় এবং স্থান।

Advertisement

পহেলগাওঁয়ের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ জানিয়েছেন, জঙ্গিদের ধরতে অভিযান শুরু করেছে বাহিনী। তাঁর কথায়, ‘‘গোটা দেশ ক্ষুব্ধ। আমাদের জওয়ানদের রক্ত ফুটছে। আমি গোটা দেশকে আশ্বাস দিতে চাই যে, হামলাকারীদের বড় মূল্য চোকাতে হবে। নিহতদের পরিবারকে সমবেদনা জানাই।’’ ইতিমধ্যেই পুলিশ এবং প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন শাহ। প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, ঘটনায় জড়িত কাউকে রেয়াত করা হবে না।

কাশ্মীরে এখন রয়েছেন দেশ-বিদেশের পর্যটকেরা। মনে করা হচ্ছে, মঙ্গলবার পহেলগাঁওয়ে হামলার লক্ষ্য ছিলেন সেই পর্যটকেরাই। এই ঘটনার পরে আতঙ্কে তাঁরা। পর্যটকদের সাহায্যের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে অনন্তনাগ পুলিশ— ৯৫৯৬৭৭৭৬৬৯, ০১৯৩২২২৫৮৭০। হোয়াটসঅ্যাপ করতে হবে ৯৪১৯০৫১৯৪০। সেখানে ফোন করে যে কোনও ধরনের তথ্য, সাহায্য পেতে পারবেন পর্যটকেরা।

একটি সূত্র বলছে, হামলার সময়কে গুরুত্ব দিয়ে দেখছেন তদন্তাকরীদের একাংশ। ভারত সফরে এসেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তাঁর সঙ্গে বৈঠকের পরের দিন, মঙ্গলবার সৌদি আরব সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সেখানে পৌঁছনোর কয়েক ঘণ্টা পরেই কাশ্মীরের পহেলগামের রিসর্টে জঙ্গিহামলা হয়েছে। হামলার জন্য এই সময়কে নির্বাচন করা ‘ইচ্ছাকৃত’ হতে পারে বলে মনে করছেন তদন্তকারীদের একাংশ।

ভান্স ভারতে এলেও এ বার পাকিস্তানে যাচ্ছেন না। এর আগে আমেরিকার বেশির ভাগ শীর্ষনেতা একই পথে হেঁটেছেন। ভারত এবং পাকিস্তানে একই সঙ্গে সফর করেননি তাঁরা। নয়াদিল্লির একটি সূত্র মনে করছে, এতে পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে অনেকটাই ‘একঘরে’ হয়ে যাচ্ছে। তার ‘প্রতিশোধ’ নিতেই কি ভান্সের ভারত সফরের সময়ে কাশ্মীরে হামলা! বিষয়টি তদন্তকারীরা খতিয়ে দেখতে পারেন বলে মনে করছে একটি সূত্র। তদন্তকারীরা আরও একটি বিষয় নিয়েও ভাবনাচিন্তা করছেন বলে খবর। সম্প্রতি মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে ভারতে আনা হয়েছে আমেরিকা থেকে। তাঁকে জেরা করে ওই হামলায় পাকিস্তানের যোগসাজশের আরও তথ্য তদন্তকারীদের হাতে এসেছে বলেও খবর। এই বিষয়টি পহেলগাঁও হামলার ‘ফ্যাক্টর’ হতে পারে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

Advertisement
আরও পড়ুন