Railways

Indian Railways: মাস্ক ছাড়া ট্রেনে উঠলে জরিমানা ৫০০ টাকা পর্যন্ত, রেলে কোভিডবিধি আরও ছ’মাস বহাল

চলতি বছরের এপ্রিলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা মেনে ট্রেন যাত্রায় কোভিডবিধি চালু করেছিল রেল।

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২১ ১৮:০০
মাস্ক ছাড়া ট্রেনে উঠলে জরিমানা ৫০০ টাকা পর্যন্ত

মাস্ক ছাড়া ট্রেনে উঠলে জরিমানা ৫০০ টাকা পর্যন্ত

পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত ট্রেন যাত্রায় কোভিডবিধি আরও ছ’মাস বহাল থাকবে। বৃহস্পতিবার এ কথা জানাল জানাল রেল মন্ত্রক। নির্দেশিকায় রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ট্রেনে উঠলে যাত্রীদের মাস্ক পরতেই হবে। যদি কেউ মাস্ক ছাড়া ট্রেনে ওঠেন, ৫০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে তাঁকে। শুধু ট্রেনে ওঠাই নয়, রেলের চত্বরেও মাস্ক পরেই থাকতে হবে।

চলতি বছরের এপ্রিলে দেশে যখন কোভিডের দ্বিতীয় ঢেউ তুঙ্গে, সেই সময় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা মেনে ট্রেন যাত্রায় কোভিডবিধি চালু করেছিল রেল। রেলের নির্দেশিকায় বলা হয়েছিল, স্টেশন চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা সংক্রান্ত কোভিডবিধি লঙ্ঘন করলে জরিমানা করা হবে। সেই নিয়মই আগামী ছ’মাসের জন্য বহাল রাখা হল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement