Mysterious Death

জ্বর, বমির পরই মৃত্যু হচ্ছে জম্মু-কাশ্মীরের গ্রামে, ৪৫ দিনে ১৬ জন! কারণ খুঁজতে বিশেষজ্ঞ দল গঠন

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, গত দেড় মাসে ১৬ জনের মৃত্যু হয়েছে। প্রথমে জ্বর হচ্ছে, তার পর বমি। তার পরই অচৈতন্য হয়ে মৃত্যু হচ্ছে গ্রামবাসীদের।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১১:১৬
জ্বর, বমির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন গ্রামবাসীরা। প্রতীকী ছবি।

জ্বর, বমির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন গ্রামবাসীরা। প্রতীকী ছবি।

একের পর এক মৃত্যুতে আতঙ্ক বাড়ছে জম্মু-কাশ্মীরের গ্রামে। গত ৪৫ দিনে ১৬ জনের মৃত্যু হয়েছে। রাজৌরির বুধল গ্রামে এই মৃত্যুর ঘটনায় উদ্বেগে স্বাস্থ্য দফতরও। কী কারণে মৃত্যু হচ্ছে তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি বিশেষজ্ঞ দল গঠন করেছেন। ওই দলটি রবিবার গ্রামে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

Advertisement

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, গত দেড় মাসে ১৬ জনের মৃত্যু হয়েছে। প্রথমে জ্বর হচ্ছে, তার পর বমি। তার পরই অচৈতন্য হয়ে মৃত্যু হচ্ছে গ্রামবাসীদের। কয়েক দিন ধরে এই ধরনের উপসর্গ থাকার পরই আক্রান্ত ব্যক্তির মৃত্যু হচ্ছে। কেন মৃত্যু হচ্ছে তা নিয়েই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গ্রামে। বুধল গ্রামের পার্শ্ববর্তী গ্রামগুলিতেও এই ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে।

সংক্রামক রোগের কারণে মৃত্যু হচ্ছে, এমনটা বলতে রাজি নয় জেলা প্রশাসন। চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দলও এই রোগের কারণ খুঁজে বার করার কাজ করছেন। যদিও কী কারণে মৃত্যু হচ্ছে, তা এখনও স্পষ্ট হয়। গ্রামবাসীদের দাবি, এটি কোনও সাধারণ জ্বর নয়। জ্বর, বমির মতো উপসর্গ দেখা দেওয়ার পরই মৃত্যু কেন হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। গ্রামবাসীরা চাইছেন, দ্রুত এই রোগকে চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ করুক প্রশাসন।

Advertisement
আরও পড়ুন