মুস্কান রস্তোগী। — ফাইল চিত্র।
প্রাথমিক পরীক্ষায় রিপোর্ট জানিয়েছিল যে, মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত খুনে অভিযুক্ত মুস্কান রস্তোগী অন্তঃসত্ত্বা। সেই বিষয়টি নিশ্চিত করতে শুক্রবার ইউএসজি করানো হয়েছিল তরুণীর। তাতে জানা গিয়েছে, তাঁর গর্ভাবস্থা চার থেকে ছয় সপ্তাহের। জেল সূত্রে জানা গিয়েছে, বন্দি অন্তঃসত্ত্বারা যে যে সুবিধা পান, সবটাই পাবেন মুস্কান। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হবে তাঁর। বিশেষ পুষ্টিকর খাবারও দেওয়া হবে তাঁকে।
মুস্কান এখন উত্তরপ্রদেশের মেরঠের জেলে রয়েছেন। সেই জেলের সুপার বীরেশরাজ শর্মা জানিয়েছেন, শুক্রবার মুস্কানকে মেরঠের মেডিক্যাল কলেজের স্ত্রীরোগ বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তাঁর ইউএসজি করা হয়েছে। বীরেশের কথায়, ‘‘এর আগে প্রাথমিক মেডিক্যাল চেকআপ হয়েছিল মুস্কানের। তাতে তিনি সন্তানসম্ভবা বলে ইঙ্গিত মিলেছিল। এ বার আলট্রাসাউন্ডের রিপোর্ট তাঁর সন্তানধারণের বিষয়টি নিশ্চিত করেছে।’’ জেলসুপার আরও জানিয়েছেন, প্রোটোকল মেনে জেলে সমস্ত সুযোগ-সুবিধা, চিকিৎসা পরিষেবা পাবেন মুস্কান। নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা হবে তাঁর। পুষ্টিকর খাবারও দেওয়া হবে।
জেল সূত্রে জানা গিয়েছে, গ্রেফতারির পর থেকে মুস্কানের সঙ্গে পরিবারের কেউ দেখা করতে আসেননি। এমনকি, তিনি মা হচ্ছেন শুনেও কেউ দেখা করতে আসেননি। নিহত সৌরভের ভাই একটি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, মুস্কানের গর্ভের সন্তানের বাবা তাঁর দাদা হলে তিনি সেই শিশুর দায়িত্ব নিতে রাজি। যদিও এই নিয়ে মুস্কান কোনও মন্তব্য করেননি বলেই খবর।
গত ১৯ মার্চ মুস্কান এবং তাঁর প্রেমিক সাহিল শুক্লকে গ্রেফতার করেছিল পুলিশ। অভিযোগ, স্বামী সৌরভকে খুন করে প্লাস্টিকের ড্রামে ভরে সিমেন্ট ঢেলে দিয়েছিলেন মুস্কান। তাতে সাহায্য করেছিলেন সাহিল। এর পরে দু’জনে হিমাচলে চলে গিয়েছিলেন দোল উদ্যাপন করতে এবং পুলিশের চোখে ধুলো দিতে। শেষ পর্যন্ত নিজের পরিবারের কাছে সৌরভকে খুনের কথা স্বীকার করেছিলেন মুস্কান। সেই সূত্র ধরেই প্রকাশ্যে এসেছিল ঘটনা।