প্রধানমন্ত্রী যাওয়ার আগে মোরবীর হাসপাতালের দেওয়াল রং করা হচ্ছে বলে দাবি। ছবি: টুইটার
মোবরীতে সেতু দুর্ঘটনায় আহতদের দেখতে মঙ্গলবার হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে হাসপাতালের দেওয়াল রং করা হচ্ছে বলে দাবি। কংগ্রেস এবং আপের তরফে নেটমাধ্যমে ছবি এবং ভিডিয়ো পোস্ট করে মোরবীর হাসপাতালে সংস্কারের কাজ দেখানো হয়েছে। সেই সঙ্গে বিজেপিকে কটাক্ষও করেছে বিরোধী দলগুলি। তাঁদের বক্তব্য, প্রধানমন্ত্রী হাসপাতালে এলে গোটা দেশের সামনে যাতে সেখানকার বেহাল দশা প্রকাশ না হয়ে পড়ে, তাই রাতারাতি রং করা হচ্ছে দেওয়াল।
त्रासदी का इवेंट
— Congress (@INCIndia) October 31, 2022
कल PM मोदी मोरबी के सिविल अस्पताल जाएंगे। उससे पहले वहां रंगाई-पुताई का काम चल रहा है। चमचमाती टाइल्स लगाई जा रही हैं।
PM मोदी की तस्वीर में कोई कमी न रहे, इसका सारा प्रबंध हो रहा है।
इन्हें शर्म नहीं आती! इतने लोग मर गए और ये इवेंटबाजी में लगे हैं। pic.twitter.com/MHYAUsfaoC
কংগ্রেসের তরফে সোমবার রাতে টুইটারে বেশ কিছু ছবি পোস্ট করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, হাসপাতালের দেওয়াল নতু করে রং করছেন কিছু কর্মী। চলছে অন্যান্য সংস্কারের কাজও। ছবিগুলির সঙ্গে কংগ্রেস লিখেছে, ‘‘এটা একটা ট্র্যাজেডি। আগামিকাল প্রধানমন্ত্রী মোরবীর হাসপাতালে আসবেন। তার আগে দেওয়ালে রং করা চলছে। মেঝেতে টাইলস বসানো হচ্ছে। প্রধানমন্ত্রীর ছবি তোলায় যাতে কোনও খামতি না থাকে, তা নিশ্চিত করতেই এই আয়োজন।’’ কংগ্রেসের তরফে আরও লেখা হয়েছে, ‘‘এঁদের লজ্জা হয় না। মানুষ মারা গিয়েছে, আর এঁরা দেওয়াল রং করতে ব্যস্ত!’’
Morbi Civil Hospital में रातों रात रंग-पुताई की जा रही है ताकि कल PM Modi के Photoshoot में घटिया बिल्डिंग की पोल ना खुल जाए
— AAP (@AamAadmiParty) October 31, 2022
141 लोग मर चुके हैं, सैकड़ों लोग लापता हैं, असली दोषियों पर कोई कार्रवाई नहीं हुई लेकिन भाजपाइयों को फोटोशूट करके लीपापोती की पड़ी है..#BJPCheatsGujarat pic.twitter.com/KVDLdblD6C
ভিডিয়ো দেখিয়ে আপের তরফে জানানো হয়েছে, ‘‘মোরবীর হাসপাতালে রং করা হচ্ছে। যাতে আগামিকাল প্রধানমন্ত্রীর ফটোশুটের সময় হাসপাতালের বেহাল দশা ফাঁস না হয়ে পড়ে।’’ মোরবীতে এত মানুষ মারা যাওয়ার পরেও সরকারের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি, দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হয়নি বলেও দাবি করেছে আপ। এই ভিডিয়ো এবং ছবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।