দিল্লি নগরনিগম কার হাতে? উত্তরের অপেক্ষায় রাজধানীর জনতা। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
আপ— ১৩৪
বিজেপি— ১০৪
কংগ্রেস— ৯
অন্যান্য— ৩
ওয়ার্ডে জয়ী হয়েছে।
ঘোষিত ওয়ার্ডের নিরিখে সংখ্যাগরিষ্ঠতা (১২৬টি ওয়ার্ড) পেরিয়ে গেল আপ। এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আপ জিতেছে ১২৬টি ওয়ার্ড। বিজেপি ৯৭টি ওয়ার্ডে জয়লাভ করেছে।
আপ— ১৩২
বিজেপি— ১০৫
কংগ্রেস— ৮
অন্যান্য— ৫
ওয়ার্ডে এগিয়ে রয়েছে।
‘‘বিজেপির ঘৃণার রাজনীতি প্রত্যাখ্যান করেছেন মানুষ। তারই প্রমাণ দিল্লি নগরনিগমের ফলাফল’’, বললেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান।
আপ— ১৩০
বিজেপি— ১০৭
কংগ্রেস— ৮
অন্যান্য— ৫
ওয়ার্ডে এগিয়ে রয়েছে।
#WATCH आम आदमी पार्टी के कार्यकर्ता दिल्ली में पार्टी कार्यालय के बाहर जश्न मना रहे हैं। पार्टी आधिकारिक रुझानों के अनुसार 106 सीटें जीत चुकी है और 26 अन्य पर आगे है। मतगणना जारी है। pic.twitter.com/vXF34TY7Mc
— ANI_HindiNews (@AHindinews) December 7, 2022
আম আদমি পার্টির দিল্লির দফতরে উৎসবের মেজাজ, বাজছে ঢাক, ঢোল। ছবি: পিটিআই।
দিল্লি বিধানসভার পর এ বার দিল্লি পুরনিগমও হাতে চলে এল আপের। সকাল থেকেই প্রবণতা বুঝতে পেরে আপের দফতরে সমর্থকদের ভিড়। বাজছে ঢাক, ঢোল। ফাটছে বাজি। চত্বর জুড়ে উৎসবের মেজাজ।
আপ— ১৩৫
বিজেপি— ১০২
কংগ্রেস— ৯
অন্যান্য— ৪
ওয়ার্ডে এগিয়ে রয়েছে।
‘‘দিল্লির রণাঙ্গনে ছোট দল আম আদমি পার্টি বিশ্বের সবচেয়ে বড় দল বিজেপিকে হারিয়ে দিচ্ছে। এটা থেকে একটা বার্তা স্পষ্ট, মানুষ বিজেপিকে চাইছে না।’’ বললেন আপ সাংসদ রাঘব চাড্ডা।
আপ— ১৩২
বিজেপি— ১০৪
কংগ্রেস— ১১
অন্যান্য— ৩
ওয়ার্ডে এগিয়ে রয়েছে।
আপ— ১৩৬
বিজেপি— ১০০
কংগ্রেস— ১০
অন্যান্য— ৪
ওয়ার্ডে এগিয়ে রয়েছে।
আপ— ১৩৫
বিজেপি— ১০০
কংগ্রেস— ১১
অন্যান্য— ৪
ওয়ার্ডে এগিয়ে রয়েছে।
আপ— ১৩১
বিজেপি— ১০৩
কংগ্রেস— ১১
অন্যান্য— ৫
ওয়ার্ডে এগিয়ে রয়েছে।
আপ— ১২৯
বিজেপি— ১০৫
কংগ্রেস— ১১
অন্যান্য— ৫
ওয়ার্ডে এগিয়ে রয়েছে।
আপ— ১৩০
বিজেপি— ১০৪
কংগ্রেস— ১১
অন্যান্য— ৫
ওয়ার্ডে এগিয়ে রয়েছে।
আপ— ১২৮
বিজেপি— ১০৬
কংগ্রেস— ১১
অন্যান্য— ৫
ওয়ার্ডে এগিয়ে রয়েছে।
আপ— ১২৯
বিজেপি— ১০৫
কংগ্রেস— ১১
ওয়ার্ডে এগিয়ে রয়েছে।
আপ— ১২৩
বিজেপি— ১১৫
কংগ্রেস— ৭
অন্যান্য— ৫
ওয়ার্ডে এগিয়ে রয়েছে।
আপ— ১১৯
বিজেপি— ১১৯
কংগ্রেস— ৪
ওয়ার্ডে এগিয়ে রয়েছে।
গণনার প্রাথমিক পর্যায় অনুযায়ী,
আপ— ১২৭
বিজেপি— ১১৯
কংগ্রেস— ৩
ওয়ার্ডে এগিয়ে রয়েছে।