BSP

‘শ্বশুরের পাল্লায়’ পড়ার খেসারত! ভাইপোকে বিএসপির সব পদ থেকে সরিয়ে দিলেন মায়াবতী

দিন দু’য়েক আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছিল আকাশ আনন্দের শ্বশুর অশোক সিদ্ধার্থকে। অভিযোগ, তিনি নাকি দলের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছিলেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১৬:২৩
Mayawati removes nephew Akash Anand from all party posts

বিএসপি প্রধানের সঙ্গে তাঁর ভাইপো আকাশ আনন্দ। —ফাইল চিত্র।

ভাইপো আকাশ আনন্দকে দলের সব পদ থেকে সরানোর সিদ্ধান্ত নিল বহুজন সমাজ পার্টি (বিএসপি) নেত্রী মায়াবতী। শুধু তা-ই নয়, দলের সাংগঠনিক পদে আরও অনেক বদল করলেন তিনি। পুত্রকে পদ থেকে সরানো হলেও, আকাশের বাবা আনন্দ কুমারকে দলে বাড়তি দায়িত্ব দেওয়া হল।

Advertisement

আকাশ এত দিন বিএসপির জাতীয় সমন্বয়কের দায়িত্ব সামলাচ্ছিলেন। রবিবার দলীয় বৈঠকের পর বদলের কথা ঘোষণা করেন মায়াবতী। আকাশকে সরিয়ে দলের জাতীয় সমন্বয়কের দায়িত্ব দেওয়া হল তাঁর বাবা আনন্দকে। শুধু তাঁকে একা নয়, তাঁর সঙ্গে ওই একই পদে রাখা হয়েছে বিএসপির রাজ্যসভার সাংসদ রামজি গৌতমকে। রাজনৈতিক মহলের মতে, আকাশকে সরিয়ে দলের অন্য নেতানেত্রীদের বার্তা দেওয়ার চেষ্টা করলেন মায়াবাতী। তিনি বোঝাতে চাইলেন দলের ঊর্দ্ধে কেউ নন।

রবিবার মায়াবতী জোর দিয়ে জানান, উত্তরপ্রদেশের বহুজন সম্প্রদায়ের উন্নয়ন কেবল রাজ্যের অগ্রগতির জন্য নয়, সমগ্র দেশের অগ্রগতির জন্যই অপরিহার্য। মায়াবতী এ-ও জানান, যত দিন তিনি বেঁচে আছেন, তত দিন তাঁর উত্তরসূরি কেউ নন।

দিন দুয়েক আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছিল আকাশের শ্বশুর অশোক সিদ্ধার্থকে। অভিযোগ, তিনি নাকি দলের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছিলেন। এর ফলে দলের সাংগঠনিক শক্তি দুর্বল হয়ে পড়ছিল। মায়াবতীর ব্যাখ্যা, আকাশের উপর তাঁর শ্বশুরের যথেষ্ট প্রভাব রয়েছে। সেই কারণে তাঁকে দলের সমস্ত পদ থেকে সরানো অত্যন্ত প্রয়োজনীয় ছিল। অশোকের কর্মকাণ্ড ইতিমধ্যেই আকাশের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করছিল, যা দলীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

লোকসভা নির্বাচনে দলের ধরাশায়ী ফলাফলের পর, বিএসপি প্রধান আবার আকাশকে জাতীয় সমন্বয়কের পদে বসান। উল্লেখ্য, আকাশকে এর আগেও বিএসপির জাতীয় সমন্বয়ক করেছিলেন মায়াবতী। কিন্তু ২০২৪ সালের ৭ মে, তাঁকে সেই পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। তখন মায়াবতী দাবি করেছিলেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ক্ষেত্রে ‘অপক্ক’। মায়াবতী অতীতে আকাশকেই দলে তাঁর রাজনৈতিক উত্তরসূরি হিসাবে ঘোষণা করেছিলেন।

Advertisement
আরও পড়ুন