স্ত্রীকে মারধরের অভিযোগে গ্রেফতার স্বামী। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
মহিলাকে চুলের মুঠি ধরে স্ক্রুড্রাইভার দিয়ে আঘাত করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। হরজিন্দর কৌর নামে নিগৃহীতার পরিবারের অভিযোগ, কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলে তাঁকে মারধর করেছেন যুবক। হরজিন্দরের কান, গলা, মাথায় গুরুতর আঘাত লেগেছে। তিনি উত্তরাখণ্ডের কাশীপুরের বাসিন্দা। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাঁর স্বামীকে।
ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে (আনন্দবাজার অনলাইন ডট কম তার সত্যতা যাচাই করেনি)। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, মহিলা মাটিতে পড়ে রয়েছেন। এক হাত দিয়ে তাঁর চুল ধরে টানছেন ওই যুবক। অভিযুক্তের অন্য হাতে রয়েছে স্ক্রুড্রাইভার। অনেকেই যুবককে বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তিনি নাছোড়। হরজিন্দরকে পরে হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন তাঁর পরিবারের থেকে পাঁচ লক্ষ টাকা পণ চেয়েছিলেন। দিতে না পারায় অত্যাচার করছিলেন। এর পরে কন্যাসন্তানের জন্ম দিলে অত্যাচার বৃদ্ধি পায়।
নিগৃহীতার মা বলেন, ‘‘ওর স্বামী বলেছিল ওকে ত্যাগ করবে। ওদের বাড়ি গিয়ে জিনিসপত্র নিয়ে আসতে বলেছিল। সেই মতো আমার মেয়ে সেখানে গেছিল। সঙ্গে ওর ভাই ছিল। সেখানেই ওকে মারধর করা হয়।’’ হরজিন্দরের অভিযোগ, বিবাদবিচ্ছেদ হলে খোরপোশ দিতে হতে পারে মনে করে তাঁকে খুন করতে চেয়েছিলেন যুবক।