ফাঁসির সাজা শোনাল মধ্যপ্রদেশ আদালত। প্রতীকী ছবি।
ছ’বছরের শিশুকে ধর্ষণ করে খুনের মামলায় ফাঁসির সাজা শোনাল মধ্যপ্রদেশের এক আদালত। সঙ্গে তিন হাজার টাকা জরিমানাও করা হয়েছে। গত জানুয়ারিতে শিশুটিকে তাঁর মায়ের পাশ থেকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। তার পর জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের পর খুন করেন বলে অভিযোগ। তার পর তার দেহ নদীতে ভাসিয়ে দেন।
রাজ্যের এক আদালতে বিচারক তবস্সুম খানের এজলাসে মামলাটির শুনানি হয়েছিল। পকসো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা অনুযায়ী এবং সমস্ত সাক্ষ্যপ্রমাণ খতিয়ে দেখার পর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। শুক্রবার সেই মামলার রায়দান ছিল। তখন বিচারক ফাঁসির সাজা শোনান। শুধু তা-ই নয়, মামলা দায়ের হওয়ার ৮৮ দিনের মধ্যে রায় দিয়েছে আদালত।
সাজা শোনানোর পর বিচারক খান নির্ভয়া কাণ্ডের প্রসঙ্গ টেনে একটি কবিতাও শোনান আদালতে। ‘‘আমি নির্ভয়া। হ্যাঁ, আরও এক নির্ভয়া। একটি ছোট প্রশ্ন করছি। যারা নারীকে অপমান, অসম্মান করে, তারা কি পুরুষ? যে ন্যায়বিচার নির্ভয়া পেয়েছে, আমিও কি সেই ন্যায়বিচার পাব?’’
জেলা পুলিশ আধিকারিক রাজকুমার জানিয়েছেন, অভিযুক্তকে জেরা করার সময় তিনি নিজের অপরাধ স্বীকার করেন। তার পরই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে বিচারপ্রক্রিয়া শুরু হয়। আদালতের এই রায়ে শিশুর পরিবার খুশি।