Lalu Prasad Yadav

নিজের কিডনি দিয়ে বাবাকে সুস্থ করতে চান, লালুকে সিঙ্গাপুর নিয়ে যাচ্ছেন মেজো মেয়ে রোহিনী

লালু যখন দিল্লির এমসে ভর্তি, তখনও রোহিনী সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে বাবার শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেছেন। তখনই সিঙ্গাপুরের চিকিৎসকেরা লালুর কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২২ ১৩:৪৫
মেয়ে রোহিনীর সঙ্গে লালুপ্রসাদ যাদব।

মেয়ে রোহিনীর সঙ্গে লালুপ্রসাদ যাদব। — ফাইল ছবি।

কিডনির সমস্যায় ভোগা প্রবীণ রাজনীতিবিদ লালুপ্রসাদ যাদবকে নিজে কিডনি দিতে চান মেজো মেয়ে রোহিনী আচার্য। নভেম্বরের শেষে অস্ত্রোপচার করাতে সিঙ্গাপুর যাওয়ার কথা লালুর।

সূত্রের খবর, বর্তমানে সিঙ্গাপুরের বাসিন্দা রোহিনী সেখানেই বাবার স্বাস্থ্য নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন। চিকিৎসকেরা লালুকে কিডনি প্রতিস্থাপন (ট্রান্সপ্লান্ট) করাতে হবে বলে জানিয়ে দিয়েছেন। তখন রোহিনী সিদ্ধান্ত নেন, নিজের কিডনি দিয়েই বাবাকে নতুন জীবন দেবেন তিনি। জানা গিয়েছে, আরজেডি প্রধান প্রথমে রোহিনীর কিডনি নেওয়ার ব্যাপারে মত দেননি। কিন্তু রোহিনী নাছোড়। শেষ পর্যন্ত মেয়ের জেদের কাছে হার মানতে হয় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রীকে। ঠিক হয়, নভেম্বরের শেষে সিঙ্গাপুরেই হবে অস্ত্রপচার। সেখানেই মেয়ে রোহিনীর কিডনি বসানো হবে লালুর শরীরে। যাদব বাড়ির অন্দরের খবর, রোহিনী রীতিমতো পরিসংখ্যান নিয়ে বসেছিলেন লালুর সামনে। বুঝিয়েছিলেন, পরিবারেরই কারও কিডনি দেওয়া হলে সাফল্যের সম্ভাবনা অনেক বেশি। আগামী ২০ থেকে ২৪ নভেম্বরের মধ্যে সিঙ্গাপুর যাচ্ছেন লালু। তখনই হবে তাঁর কিডনি বসানোর অস্ত্রোপচার।

Advertisement

লালুর মেজো মেয়ে রোহিনী থাকেন সিঙ্গাপুরেই। প্রসঙ্গত, লালু যখন দিল্লির এমসে ভর্তি, তখনও রোহিনী সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে বাবার শারীরিক অবস্থা নিয়ে নিত্য আলোচনা করেছেন। তখনই সিঙ্গাপুরের চিকিৎসকেরা লালুর কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। যদিও দিল্লির চিকিৎসকেরা লালুকে কখনওই কিডনি প্রতিস্থাপনের কথা বলেননি।

বর্তমানে সিঙ্গাপুরের বাসিন্দা হলেও রোহিনী তাঁর বাবা ও ভাইদের রাজনৈতিক যাত্রা সম্পর্কে ওয়াকিবহাল। সমাজমাধ্যমে লালুর মেজো মেয়ের উপস্থিতিও নজরকাড়া। এ বার সেই মেয়েরই দেওয়া কিডনি প্রতিস্থাপিত হতে চলেছে দেশের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ লালুপ্রসাদ যাদবের শরীরে।

Advertisement
আরও পড়ুন