বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার ঘোষণা তেলঙ্গানার প্রাক্তন মন্ত্রী চন্দ্রশেখরের। — ফাইল চিত্র।
কর্নাটকের পড়শি রাজ্য তেলঙ্গানাতেও বিধানসভা ভোটের আগে কংগ্রেসে যোগদানের হিড়িক পড়েছে। শাসক দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র পর এ বার ‘হাত’ ধরতে শুরু করতে চলেছেন সে রাজ্যের বিজেপি নেতারাও। প্রাক্তন মন্ত্রী তথা পাঁচ বারের বিজেপি বিধায়ক এ চন্দ্রশেখর, এ বার বিজেপি ছাড়ার কথা ঘোষণা করলেন। চন্দ্রশেখর সোমবার জানান, চলতি সপ্তাহেই কংগ্রেসে যোগ দেবেন তিনি।
চন্দ্রশেখর রবিবার রাজ্য বিজেপির নয়া সভাপতি জি কিষাণ রেড্ডির কাছে দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার চিঠি পাঠিয়েছেন বলে দলের তরফে সোমবার জানানো হয়েছে। প্রসঙ্গত, ভিকারাবাদের বিধানসভা কেন্দ্রের পাঁচ বারের বিধায়ক চন্দ্রশেখর অখণ্ড অন্ধ্রপ্রদেশে তেলুগু দেশমের প্রভাবশালী নেতা ছিলেন। পরবর্তী সময়ে তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (বর্তমানে বিআরএস) ঘুরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি।
চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, মিজোরামের সঙ্গেই তেলঙ্গানায় বিধানসভা ভোট হওয়ার কথা। সেখানে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (কেসিআর)-এর বিআরএস, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ত্রিমুখী লড়াই হতে চলেছে। গত ২৩ জুন পটনায় ১৫টি বিজেপি-বিরোধী দলের বৈঠকে বিআরএস-কে আমন্ত্রণ জানানো হয়নি। জুলাই মাসে বেঙ্গালুরুতে ২৬টি বিজেপি বিরোধী দলের জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে অনাহূত ছিলেন কেসিআর। সাম্প্রতিক সময়ে বিআরএসের ৫০ জনেরও বেশি নেতা কংগ্রেসে যোগ দিয়েছেন।