Prashant Kishor

নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন প্রশান্ত কিশোর, সূচনা গান্ধীজয়ন্তীতে, স্থির হয়ে গিয়েছে নামও

২০২৫ সালে বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে আত্মপ্রকাশ করতে চলেছে প্রশান্ত কিশোরের রাজনৈতিক দল। আগামী ২ অক্টোবর হবে আনুষ্ঠানিক ঘোষণা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৪ ২২:২৬
Jan Suraaj Abhiyan of Prashant Kishor likely to evolve as political party on 2 Octorber dgtl

প্রশান্ত কিশোর। —ফাইল চিত্র।

প্রশান্ত কিশোরের ‘জন সুরজ অভিযান’ এ বার রাজনৈতিক দল হিসাবে উন্নীত হতে চলেছে। আগামী ২ অক্টোবর (গান্ধী জয়ন্তীতে) আনুষ্ঠানিক ভাবে রাজনৈতিক দল হিসাবে ঘোষণা করা হবে ‘জন সুরজ অভিযান’-কে। নাম দেওয়া হবে ‘জন সুরজ’ দল। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রশান্ত। রবিবার পটনায় বাপু সভাঘরে এক বৈঠকে বসেছিলেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন ‘জন সুরজ অভিযান’-এর জেলা স্তরের পদাধিকারীরা। আগামী বছরেই বিহারে বিধানসভা ভোট রয়েছে। তার আগে প্রশান্তের ‘জন সুরজ অভিযানকে’ রাজনৈতিক দলে উন্নীত করার সিদ্ধান্ত ঘিরে চর্চা শুরু হয়েছে বিহারের রাজনীতিতে।

Advertisement

২ অক্টোবর রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণার আগে আগামী কয়েক সপ্তাহে একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রশান্তর। ‘জন সুরজ অভিযান’-এর পদাধিকারীদের নিয়ে রাজ্য স্তরের আটটি বৈঠক করার কথা রয়েছে তাঁর। সূত্রের খবর, নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করা, নেতৃত্বের পরিকাঠামো তৈরি করা, দলের গঠনতন্ত্রের খসড়া তৈরি করা-সহ একাধিক বিষয়ে আলোচনা হবে ওই বৈঠকগুলিতে।

উল্লেখ্য, বিহারের তৃণমূল স্তরের মানুষ জনের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো ইস্যুগুলিকে তুলে ধরতেই শুরু হয়েছিল ‘জন সুরজ অভিযান’। কর্মসূচির প্রথম সারির মুখ ছিলেন প্রশান্ত। এ বার সেই উদ্যোগকে আরও এক ধাপ এগিয়ে রাজনৈতিক দল হিসাবে উন্নীত করতে চাইছেন প্রশান্ত। আগামী বছর বিহারের বিধানসভা ভোটে নীতীশ কুমারের জেডিইউ-এর বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইতে পারে বলে চর্চা শুরু হয়েছে। আবার আরজেডির ভোট ব্যাঙ্কও মুসলিম ও যাদব ভোটব্যাঙ্ক ছাপিয়ে কতটা বাড়তে পারবে, তা নিয়েও চর্চা রয়েছে। এ সবের মধ্যে বিহারের ভোটে নতুন দলকে সামনে রেখে জনমানসে ছাপ ফেলার চেষ্টায় রয়েছেন প্রশান্ত।

আরও পড়ুন
Advertisement