Pahalgam Terror Attack

পহেলগাঁওয়ের দুই হামলাকারী পাকিস্তান থেকে আসে দেড় বছর আগে! তাদের কাশ্মীর চিনিয়েছিল ‘গাইড’ আদিল

জম্মু ও কাশ্মীর পুলিশের একটি সূত্র জানিয়েছে, ২০১৮ সালে এক বার পাকিস্তানে গিয়েছিল স্থানীয় গাইড আদিল। গত বছর সে আবার কাশ্মীরে ফিরেছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৫:৪১
image of wanted persons

(বাঁ দিকে) আদিল হুসেন। (ডান দিকে উপরে) হাশিম মুসা। (ডান দিকে নীচে) আলি ভাই। ছবি: সংগৃহীত।

প্রায় দেড় বছর আগে পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করেছিল হাশিম মুসা এবং আলি ভাই ওরফে তালহা। তদন্তকারীদের সূত্র বলছে, সীমান্ত পেরিয়ে প্রথমে ভারতে এসেছিল মুসা। তার পরে আলি। তাদের স্থানীয় এলাকা, পথঘাট চিনিয়েছিল দক্ষিণ কাশ্মীরের বাসিন্দা আদিল হুসেন ঠোকর। জম্মু-কাশ্মীর পুলিশ বলছে, এই তিন জনই পহেলগাঁওয়ে হামলার সঙ্গে জড়িত। তাদের স্কেচও প্রকাশ করা হয়েছে । ওই তিন জনের খোঁজে চলছে অভিযান।

Advertisement

পুলিশের একটি সূত্র বলছে, প্রায় দু’বছর ধরে কাশ্মীরের বিভিন্ন অংশে সক্রিয় ছিল মুসা এবং আলি। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ তদন্তকারীদের একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বর নাগাদ ভারতে প্রবেশ করেছিল মুসা। তার উপরে মূলত বদগাঁও এলাকায় সক্রিয় থাকার ভার পড়েছিল বলে খবর। তদন্তকারীদের একটি সূত্র বলছে, আলি ভারতে অনুপ্রবেশ করেছিল মুসার পরে। শ্রীনগরের উপকণ্ঠে দাচিগাঁও জঙ্গলে সে সক্রিয় ছিল। এই দাচিগাঁও জাতীয় উদ্যান ত্রালের সঙ্গে যুক্ত। এখানকার ঘন পাহাড়ি জঙ্গল পহেলগাঁও পর্যন্ত বিস্তৃত। তদন্তকারীদের একটি সূত্র মনে করছে, এই জঙ্গলের পথ ধরেই পহেলগাঁও পর্যন্ত যাতায়াত করত জঙ্গিরা। ক্রমে সেই পথ তাদের চেনা হয়ে যায়। আর এতে তাদের সাহায্য করেছিল আদিল।

জম্মু-কাশ্মীর পুলিশের একটি সূত্র জানিয়েছে, ২০১৮ সালে এক বার পাকিস্তানে গিয়েছিল স্থানীয় গাইড আদিল। গত বছর সে আবার কাশ্মীরে ফিরেছিল। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের বিজবেহারার গুরে গ্রামের বাসিন্দা সে। তদন্তকারীরা মনে করেন, পাকিস্তানে ‘প্রশিক্ষিত’ জঙ্গিদের কাশ্মীরের পথঘাট চিনিয়ে দিয়েছিল সে। পহেলগাঁওয়ের বৈসরন এলাকায় বহু বার তারা রেকি করেছিল বলেও মনে করছে পুলিশ।

দক্ষিণ কাশ্মীরের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে তিন জনের স্কেচ তৈরি করা হয়েছে। সেই ছবি স্থানীয়দের দেখানো হচ্ছে। সেই সঙ্গে পরিচিত জঙ্গিদের ছবিও দেখানো হচ্ছে স্থানীয়দের। হামলাকারীদের সঙ্গে ওই জঙ্গিদের কোনও মিল রয়েছে কি না, জিজ্ঞেস করা হচ্ছে। এক শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন, তাঁদের নজরে রয়েছে চতুর্থ এক জঙ্গি। সে স্থানীয় নাকি বিদেশি, তা খোঁজ করার চেষ্টা করছেন তদন্তকারীরা। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র একটি সূত্র বলছে, ঘটনাস্থলে উপস্থিত ৪২ জন স্থানীয়ের বয়ান রেকর্ড করা হয়েছে। আরও কয়েক জনের বয়ান সংগ্রহ করা হবে বলে খবর।

Advertisement
আরও পড়ুন