ISKCON

ভক্তদের টাকা নিয়ে পলাতক ইসকন-কর্মী

মথুরার পুলিশ সুপার অরবিন্দ কুমার জানিয়েছেন, ২৭ ডিসেম্বর মথুরা ইসকনের প্রধান অর্থ আধিকারিক বিশ্বনাম দাস একটি চুরির অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই প্রাথমিক ভাবে তদন্ত শুরু করা হয়।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ০৮:৫৮

— প্রতীকী চিত্র।

মথুরার ইসকন মঠের ভক্তদের অনুদানের কয়েক লক্ষ টাকা ও রসিদ বই লুট করে পালিয়ে গেল অনুদানের টাকা সংগ্রহকারী এক কর্মী। মঠ সূত্রের খবর, পলাতক ওই কর্মীর নাম মুরলীধর দাস। ২৭ ডিসেম্বরের এই ঘটনাটি শনিবার প্রকাশ্যে এসেছে।

Advertisement

মথুরার পুলিশ সুপার অরবিন্দ কুমার জানিয়েছেন, ২৭ ডিসেম্বর মথুরা ইসকনের প্রধান অর্থ আধিকারিক বিশ্বনাম দাস একটি চুরির অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই প্রাথমিক ভাবে তদন্ত শুরু করা হয়। পরে শুক্রবার গভীর রাতে এফআইআর দায়ের করেন বিশ্বনাম।

মন্দিরের জনসংযোগ আধিকারিক (পিআরও) রবিলোচন দাস জানিয়েছেন, মুরলীধর দাস অনুদানের টাকা সংগ্রহ করে মন্দির কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কাজের সঙ্গে নিযুক্ত ছিলেন। ভক্তদের অনুদানের টাকা সংগ্রহ করে তা মন্দির কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট সময় পর পর জমা দিতে হত মুরলীধরকে। এর পরে রসিদে থাকা ভক্তদের দেওয়া টাকার অঙ্কের সঙ্গে মুরলীধরের জমা দেওয়া টাকার অঙ্ক মিলিয়ে দেখত মঠ কর্তৃপক্ষ। তিনি আরও জানান, মুরলীধর কত টাকা নিয়ে পলাতক তা তদন্তের পরেই বোঝা যাবে।

থানায় দায়ের হওয়া এফআইআর অনুসারে, নিমাই চাঁদ যাদবের ছেলে মুরলিধর দাস মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা। টাকার পাশাপাশি ৩২ পাতার একটি রসিদ বই নিয়ে পালিয়ে গিয়েছে সে। মুরলীধর দাসকে গ্রেফাতার করতে এবং চুরি হওয়া অর্থ ফেরত পেতে অভিযান চালাচ্ছে পুলিশ।

ইসকন থেকে টাকা চু্রির ঘটনা এই প্রথম নয়। এর আগে সৌরভ নামে এক ব্যক্তি ভক্তদের দেওয়া টাকা ও রসিদ বই চুরি করে পালিয়ে গিয়েছিল। তবে কর্তৃপক্ষ টাকা উদ্ধারের আগেই তার মৃত্যু হয়।

Advertisement
আরও পড়ুন