Reward

রাজস্থানের পরে মধ্যপ্রদেশ, অপরাধীর খোঁজ দিতে পারলে ‘এক টাকা’ পুরস্কার ঘোষণা পুলিশের

ইনদওর পুলিশের কাছে তবরেজ় এবং বিট্টুর নামে একাধিক অভিযোগ রয়েছে। চুরি, ছিনতাই-সহ একাধিক অপরাধে তাঁদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। কিন্তু পুলিশ ধরার আগে হাত ফসকে পালিয়ে গিয়েছেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ২৩:০৩

— প্রতীকী চিত্র।

দীর্ঘ দিন চেষ্টা চালিয়েও ধরা যায়নি তবরেজ় আলি এবং সৌরভ ওরফে বিট্টুকে। একাধিক অভিযোগ উঠেছে। কিছু অপরাধ প্রমাণিত হয়েছে। প্রায় জালে চলে এলেও হাত ফসকে বেরিয়ে গিয়েছে দুই অপরাধী। শেষ পর্যন্ত তাঁদের তথ্য দিতে পারলে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করল মধ্যপ্রদেশের ইনদওর পুলিশ। তাদের ঘোষণা, এই দুই অপরাধীর বিষয়ে যে বা যাঁরা কিছু জানাতে পারবেন, তাঁদের মোট দু’টাকা দেওয়া হবে, অর্থাৎ অপরাধী পিছু এক টাকা করে দেওয়া হবে। এর আগে রাজস্থানে এক অপরাধীর বিষয়ে তথ্য দিলে ২৫ পয়সা দেওয়া হবে বলে ঘোষণা করেছিল পুলিশ।

Advertisement

ইনদওর পুলিশের কাছে তবরেজ় এবং বিট্টুর নামে একাধিক অভিযোগ রয়েছে। চুরি, ছিনতাই-সহ একাধিক অপরাধে তাঁদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। কিন্তু পুলিশ ধরার আগে হাত ফসকে পালিয়ে গিয়েছেন তাঁরা। এ বার এই দু’জনকে ধরে দেওয়ার জন্য এক টাকা করে পুরস্কার ঘোষণা করেছেন ইনদওর পুলিশের কমিশনার বিনোদ মিনা। পুলিশ সূত্রে খবর, এখন তাঁরা কোথায় লুকিয়ে রয়েছেন, সেই বিষয়ে কোনও তথ্য নেই তাদের কাছে। সে কারণে এই পদক্ষেপ।

এর আগে রাজস্থানের ভরতপুর জেলার পুলিশ অভিযুক্ত খুবি রাম মিনার বিষয়ে তথ্য চেয়ে ২৫ পয়সা পুরস্কার ঘোষণা করেছিল। তথ্য দেওয়ার জন্য যে অর্থ ঘোষণা করেছে পুলিশ, তার অঙ্ক নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের একটি সূত্রের দাবি, এই পুরস্কার অর্থ একেবারেই ‘প্রতীকী’। এ ক্ষেত্রে অপরাধীর ভার, অবস্থান বোঝানোর চেষ্টা করা হয়েছে। তাই টাকার অঙ্ক এ ক্ষেত্র গুরুত্বপূর্ণ নয়।

আরও পড়ুন
Advertisement