Kupwara

আবার অনুপ্রবেশ রুখে দিল সেনা, জম্মু-কাশ্মীরে গুলির লড়াইয়ে হত দুই জঙ্গি, উদ্ধার অস্ত্র, বিস্ফোরক

শ্রীনগরের চিনার কোর এক্স হ্যান্ডলে শনিবার জানিয়েছে, যৌথবাহিনী গুগলধরে অভিযানে যেতেই তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে এক দল জঙ্গি। তারা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ঢোকার চেষ্টা করছিল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৪ ১১:১২
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

জম্মু-কাশ্মীরে আবারও জঙ্গিদের অনুপ্রবেশ রুখে দিল সেনা। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে কুপওয়ারা হয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল এক দল জঙ্গি। গোপন সূত্রে সেনার কাছে খবর আসে কুপওয়ারার গুগলধর হয়ে জঙ্গিরা ঢোকার চেষ্টা করছে। সেই খবর পাওয়ার পরই পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে যায় সেনা।

Advertisement

শ্রীনগরের চিনার কোর এক্স হ্যান্ডলে শনিবার জানিয়েছে, যৌথবাহিনী গুগলধরে অভিযানে যেতেই তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে এক দল জঙ্গি। তারা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ঢোকার চেষ্টা করছিল। প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক ছিল তাদের কাছে। জঙ্গিদের অনুপ্রবেশ রুখে দিতে পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও। দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলে বেশ কিছু ক্ষণ। সেই সংঘর্ষেই দুই জঙ্গি নিহত হয়েছে বলে সেনা সূত্রে খবর। জঙ্গিদমনে এই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন গুগলধর’।

সেনা সূত্রে খবর, যৌথবাহিনী রুখে দাঁড়াতেই পিছু হটে জঙ্গিরা। দুই জঙ্গির মৃত্যু হলেও বাকিরা পালিয়ে যায়। হত দুই জঙ্গির কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র, প্রচুর বিস্ফোরক উদ্ধার হয়েছে। এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। সেনার এক সূত্র জানিয়েছে, যে পরিমাণ অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে, তা দেখে মনে হচ্ছে অনেক দিন ধরেই লড়াই করার রসদ নিয়ে ঢোকার পরিকল্পনা ছিল জঙ্গিদের। কিন্তু তার আগেই সেই পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement