India- Bangladesh

মাহফুজ়ের মন্তব্যে কড়া আপত্তি জানাল ভারত

শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানালেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ় আলমের করা পোস্ট নিয়ে ভারতের কড়া আপত্তির কথা জানানো হয়েছে বাংলাদেশকে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ০৭:০৪
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল —ফাইল চিত্র।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতাদের ভারত নিয়ে আলটপকা মন্তব্য যে ভাল ভাবে নেওয়া হচ্ছে না, আজ সে ব্যাপারে ইউনূস প্রশাসনকে স্পষ্ট বার্তা দিল নয়াদিল্লি।

Advertisement

শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানালেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ় আলমের করা পোস্ট নিয়ে ভারতের কড়া আপত্তির কথা জানানো হয়েছে বাংলাদেশকে। প্রকাশ্যে মন্তব্য নিয়ে সচেতন হওয়া উচিত বলে ইউনূস প্রশাসনকে বার্তা দিয়েছে ভারত। চাপে পড়ে পরে সেই পোস্ট অবশ্য মুছে দেন মাহফুজ়।

মুহাম্মদ ইউনূসের প্রিয় ছাত্রনেতা তথা তাঁর সরকারের উপদেষ্টা মাহফুজ় আলম দিন তিনেক আগে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে তিনি পশ্চিমবঙ্গের একাংশ, অসম এবং ত্রিপুরাকে বাংলাদেশের অন্তর্ভুক্ত দেখিয়েছেন, যা নিয়ে বিতর্ক বাধে। পোস্টটি ঘণ্টা দুয়েকের মধ্যে সরিয়ে নেন মাহফুজ়। কিন্তু অন্তর্বর্তী সরকারের এক জন উপদেষ্টার এমন পোস্ট যে ভারত ভাল ভাবে নিচ্ছে না, সেই বার্তা ইউনূস প্রশাসনকে আজ দিয়েছে বিদেশ মন্ত্রক। মুখপাত্র জয়সওয়াল বলেন, “কড়া ভাষায় নিজের আপত্তি বাংলাদেশকে জানিয়েছে ভারত। যে পোস্টটি নিয়ে কথা হচ্ছে সেটা সরিয়ে নেওয়া হয়েছে এটা আমরা জেনেছি। আমরা সংশ্লিষ্ট সবাইকে বলতে চাই প্রকাশ্য মন্তব্য করার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করতে। ভারত বরাবরই জানিয়ে এসেছে, বাংলাদেশ এবং সেখানকার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু এই ধরনের প্রকাশ্য বিবৃতির ক্ষেত্রে দায়িত্ববোধের বিষয়টি বিবেচনায় থাকা উচিত।”

Advertisement
আরও পড়ুন