Canada

ঘৃণা আর হামলার শিকার হচ্ছেন ভারতীয়রা! কানাডায় পড়তে যাওয়া পড়ুয়াদের সতর্ক করল নয়াদিল্লি

শুক্রবার বিদেশ মন্ত্রকের বিবৃতিতে এ-ও বলা হয়েছে, ‘কানাডায় ভারতীয়দের প্রতি ঘৃণার কারণে অপরাধের ঘটনায় যাঁরা দোষী, তাঁদের বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি।’

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ১৬:১৭

প্রতীকী ছবি।

কানাডায় ‘ভারত-বিদ্বেষ’ বাড়ছে। ‘ভারত বিরোধী’ কার্যকলাপও সংগঠিত হচ্ছে। এই পরিস্থিতিতে কানাডায় বসবাসকারী দেশের পড়ুয়াদের জন্য সতর্কবার্তা জারি করল ভারতের বিদেশ মন্ত্রক।

শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, সাম্প্রতিক সময়ে ঘটা সাম্প্রদায়িক হিংসা, ঘৃণার কারণে অপরাধ এবং ভারত বিরোধী কার্যকলাপ নিয়ে ইতিমধ্যেই কানাডা সরকারের কথা হয়েছে নয়াদিল্লির। ভারত সরকারের তরফেও ওই সব ঘটনার তদন্ত এবং তার ভিত্তিতে কড়া পদক্ষেপের দাবি জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে এ-ও বলা হয়েছে, ‘কানাডায় ভারতীয়দের প্রতি ঘৃণার কারণে অপরাধের ঘটনায় যাঁরা দোষী, তাঁদের বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি।’

Advertisement

ভারতীয় পড়ুয়াদের সতর্ক করে বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কানাডায় থাকা ভারতীয় পড়ুয়া ও পর্যটকদের আরও সতর্ক থাকার আবেদন করা হচ্ছে। ওটাওয়ার ভারতীয় হাইকমিশন বা টরন্টো কিংবা ভ্যাঙ্কুভারের ভারতীয় কনসুলেটের ওয়েবসাইটে নিজের নাম নথিভুক্ত করুন। এ ছাড়া, ভারত সরকারের ওয়েবসাইট madad.gov.in-এ ভারতীয় নাগরিকেরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। যাতে জরুরি পরিস্থিতিতে নাগরিকদের সঙ্গে সহজে যোগাযোগ করা যায়।’

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে টরন্টো শহরে এক ভারতীয় পড়ুয়াকে পাতাল রেলস্টেশনের প্রবেশপথের সামনে গুলি করে খুন করা হয়। সেই ঘটনায় শোক প্রকাশ করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সম্প্রতি টরন্টোয় স্বামীনারায়ণ মন্দিরের সামনে ভারত বিরোধী স্লোগান ঘিরে বিস্তর বিতর্ক হয়।

Advertisement
আরও পড়ুন