২০০৪ সালে লাহৌরে এক অনুষ্ঠানে ৫৬ হাজার পাকিস্তানি একসঙ্গে জাতীয় পতাকা হাতে নাড়ান। যা বিশ্বরেকর্ড হয়েছিল।
বিহারের ভোজপুরের একটি অনুষ্ঠানে জাতীয় পতাকা নাড়ালেন ৭৮ হাজার ভারতীয়। ছবি সৌজন্য টুইটার।
এত দিন পাকিস্তানের ঝুলিতে রেকর্ড ছিল একসঙ্গে ৫৬ হাজার জাতীয় পতাকা হাতে নিয়ে নাড়ানোর। এ বার সেই বিশ্বরেকর্ড ভেঙে নয়া নজির গড়ল ভারত। এক অনুষ্ঠানে ৭৮ হাজার মানুষ জড়ো হয়ে জাতীয় পতাকা নাড়িয়ে পাকিস্তানের ১৮ বছরের সেই পুরনো রেকর্ড ভেঙে দিলেন।
‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অধীনে বীর কুঁয়ার সিংহের ১৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় বিহারের ভোজপুরে। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ ছাড়ার উপস্থিত ছিলেন বিহার বিজেপির শীর্ষস্থানীয় নেতা-মন্ত্রীরা। এ ছাড়াও লাখখানেক দর্শক হাজির হয়েছিলেন ওই অনুষ্ঠানে। অমিত শাহের উপস্থিতিতে ৭৮ হাজার মানুষ টানা পাঁচ মিনিট ধরে জাতীয় পতাকা নাড়িয়ে গিয়েছেন। এক সঙ্গে যখন জাতীয় পতাকা নাড়ানো চলছিল, তার সঙ্গে সাজুয্য রেখে জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’ বাজছিল।
Jagdishpur, Ara in Bihar today with more than 78,000 flags makes the world record for highest number of flags at one place. Proud to be a witness to this majestic sight.
— Guru Prakash Paswan (@IGuruPrakash) April 23, 2022
Thank you Sh. @AmitShah Ji for motivating all of us.@BJP4Bihar #AzadiKaAmritMahotsav pic.twitter.com/Tdy7BQ2AYW
সূত্রের খবর, প্রাথমিক ভাবে বিজেপি সিদ্ধান্ত নিয়েছিল ৭৫ হাজার পতাকা নাড়ানো হবে। কিন্তু পরে সেই সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেন বিজেপি নেতৃত্ব। ২০০৪ সালে লাহৌরে এক অনুষ্ঠানে ৫৬ হাজার পাকিস্তানি একসঙ্গে জাতীয় পতাকা হাতে নাড়ান। যা বিশ্বরেকর্ড হয়েছিল।