Delhi Assembly Election 2025

পড়ুয়াদের নিখরচায় বাসে যাতায়াত, মেট্রোয় অর্ধেক ভাড়ার সুযোগ! দিল্লির ভোটে প্রতিশ্রুতি কেজরীর

২০১৯ সালে দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়াল মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা দেওয়া চালু করেছিলেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৭:২৩
In AAP manifesto for Delhi Assembly Election free bus travel, 50% concession in metro fares for students

অরবিন্দ কেজরীওয়াল। —ফাইল চিত্র।

দিল্লির বিধানসভা ভোটে আম আদমি পার্টি (আপ) জিতলে ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা চালু করা হবে। সেই সঙ্গে ৫০ শতাংশ ভাড়়ায় মেট্রোতে যাতায়াতের সুযোগও পাবেন পডুয়ারা। অরবিন্দ কেজরীওয়ালের দল সোমবার দ্বিতীয় নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে। তাতেই এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Advertisement

দিল্লিতে বর্তমানে মহিলাদের বিনামূল্যে সরকারি বাস পরিষেবা দেওয়া হয়। ২০১৯ সালের অক্টোবরে এই সুবিধা চালু করে আম আদমি পার্টির সরকার। বিনামূল্যে বাস পরিষেবা নিতে ইচ্ছুক মহিলাদের জন্য গোলাপি রঙের একটি বিশেষ টিকিট দেওয়া হয়। ওই টিকিটের মাধ্যমে তাঁরা বিনা খরচে সরকারি বাসে যাতায়াত করতে পারেন। এ বার বিধানসভা ভোটে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ভোটারদের সমর্থন পেতেই কেজরীর দলের এই প্রতিশ্রুতি। ‘কেজরীওয়াল কি গ্যারান্টি’ নামে প্রকাশিত ওই ইস্তাহারে মোট ১৫ দফা প্রতিশ্রুতি দিয়েছেন আপ নেতৃত্ব।

আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে এক দফায় বিধানসভার ৭০টি আসনে ভোটগ্রহণ হবে। ৮ ফেব্রুয়ারি হবে গণনা। সেখানে প্রতিটি আসনে মুখোমুখি লড়ছে আপ, বিজেপি এবং কংগ্রেস। যদিও গত বছর লোকসভা ভোটে দিল্লিতে আসন সমঝোতা করে লড়েছিল দু’দল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশের সমাজবাদী পার্টি (এসপি) ইতিমধ্যেই দিল্লির ভোটে বিজেপিকে হারাতে আপকে সমর্থন করেছে, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্দরে।

Advertisement
আরও পড়ুন