Heatwave Alert in Delhi

তাপমাত্রা পৌঁছোবে ৪২ ডিগ্রিতে! তাপপ্রবাহের সতর্কতা দিল্লিতে, কত দিন চলবে? কী বলছে মৌসম ভবন?

মৌসম ভবন সতর্ক করেছিল, এ বছরে তাপপ্রবাহের সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণ হবে। মার্চ থেকে মে মাসের মধ্যে হবে তাপপ্রবাহ। ইতিমধ্যে উত্তর-পশ্চিম ভারতে তার প্রভাব পড়তে শুরু করেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১৩:২৪
গরমে হাঁসফাঁস অবস্থা। ছবি: পিটিআই।

গরমে হাঁসফাঁস অবস্থা। ছবি: পিটিআই।

দেশের বেশির ভাগ প্রান্তে গরম বাড়তে শুরু করেছে। মৌসম ভবন আগেই সতর্ক করেছিল, এ বছরে তাপপ্রবাহের সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণ হবে। মার্চ থেকে মে মাসের মধ্যে হবে তাপপ্রবাহ। ইতিমধ্যেই উত্তর-পশ্চিম ভারতে তার প্রভাব পড়তে শুরু করেছে। তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে দিল্লিতেও। দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রির বেশি থাকবে বলেও জানিয়েছে মৌসম ভবন।

Advertisement

সাধারণত দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়ালেই সেই পরিস্থিতিকে তাপপ্রবাহ বলে ঘোষণা করা হয়। দিল্লিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছোতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। আগামী ৮ এপ্রিল পর্যন্ত এই পরিস্থিতি চলবে বলে জানিয়েছে তারা। এই সময়ে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছোবে বলেও সতর্কবার্তা জারি করা হয়েছে।

শুক্রবার হাওয়ার জেরে তাপমাত্রা কিছুটা কম থাকলেও শনিবার থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সেই তাপমাত্রা ৪০ ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। রাজধানীর বাতাসের গুণগত মানও খুব একটা ভাল নয়। খারাপ পর্যায়ে রয়েছে। আগামী দু’দিন এই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে দিল্লির দূষণ নিয়ন্ত্রক বোর্ড।

Advertisement
আরও পড়ুন