Gujarat Assembly Election

গুজরাতে কংগ্রেসের প্রার্থীতালিকায় বিশ্ব হিন্দু পরিষদের সেই প্রবীণ তোগাড়িয়ার ভাই

নরেন্দ্র মোদীর ‘কট্টর বিরোধী’ হিসাবে পরিচিত ভিএইচপি-র প্রাক্তন আন্তর্জাতিক কার্যকরী সভাপতি প্রবীণ তোগাড়িয়া। প্রধানমন্ত্রী বিরুদ্ধে তাঁকে খুনের চক্রান্তের অভিযোগও তুলেছিলেন।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২২ ০৯:২০
প্রফুল এবং প্রবীণ তোগাড়িয়া।

প্রফুল এবং প্রবীণ তোগাড়িয়া। ফাইল চিত্র।

গুজরাতে বিধানসভা ভোট ঘোষণা হতেই প্রথম দফায় ৪৩ জন প্রার্থীর নাম প্রকাশ করল কংগ্রেস। তালিকায় রয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রবীণ তোগাড়িয়ায় তুতো ভাই প্রফুল তোগাড়িয়া এবং রাজ্যসভা সাংসদ অমি অজনিক।

সুরত পুরসভার প্রাক্তন বিরোধী দলনেতা প্রফুল লড়বেন ওই এলাকার ভরাচা রোড আসনে। আমদাবাদের ঘাটলোদিয়া কেন্দ্রে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের বিরুদ্ধে লড়বেন অমি। পোরবন্দরে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অর্জুন মোদবাডিয়া এবং ভাবনগরের মহুবায় প্রাক্তন বিজেপি বিধায়ক কানু কালসারিয়াকে প্রার্থী করা হয়েছে। ৪৩ জনের তালিকায় নতুন মুখ ৩২।

Advertisement

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘কট্টর বিরোধী’ হিসাবে পরিচিত বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর প্রাক্তন আন্তর্জাতিক কার্যকরী সভাপতি প্রবীণ তোগাড়িয়া। বছর কয়েক আগে সরাসরি মোদীর বিরুদ্ধে তাঁকে খুনের চক্রান্তের অভিযোগও তুলেছিলেন। ঘটনাচক্রে, গুজরাতের পাশাপাশি রাজস্থানে ক্ষমতায় থাকাকালীন বিজেপি সরকার একাধিক ফৌজদারি মামলা দায়ের করে তোগাড়িয়ার বিরুদ্ধে।

অন্য দিকে, ২৭ বছর গুজরাতে ক্ষমতায় থাকা বিজেপি এখনও তালিকা চূড়ান্ত করতে পারেনি। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে দলের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। প্রসঙ্গত, মোদী এবং শাহের রাজ্যে এ বার দু’দফায় ভোটগ্রহণ হবে। রাজ্যের ১৮২টি আসনের মধ্যে ৮৯টিতে ভোটগ্রহণ হবে ১ ডিসেম্বর। বাকি ৯৩টিতে ৫ ডিসেম্বর। গণনা হবে ৮ ডিসেম্বর।

Advertisement
আরও পড়ুন