Asaduddin Owaisi

Hijab Row: হিজাব পরা মেয়েই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে, দাবি আসাদউদ্দিন ওয়েইসির

আসাদউদ্দিনকে বলতে শোনা যায়, ‘‘যদি আমাদের মেয়েরা হিজাব পরতে চায়, তাদের বাবা-মায়েরা সমর্থন করবেন, তার পর দেখি কে আটকায়।’’

Advertisement
সংবাদ সংস্থা
নয়া দিল্লি শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২ ১৬:২৩
হিজাব-বিতর্কে ভিডিয়ো পোস্ট আসাদউদ্দিনের।

হিজাব-বিতর্কে ভিডিয়ো পোস্ট আসাদউদ্দিনের। ফাইল ছবি।

কর্নাটকের শিক্ষাঙ্গনে হিজাব নিয়ে চলা বিতর্কের আঁচ দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষিতে অল ইন্ডিয়া মজলিশ-এ ইত্তেহাদুল মুসলিমিন বা মিম দলের প্রধান আসাদউদ্দিন ওয়েইসির মন্তব্য, হিজাব পরা মেয়েই এক দিন ভারতের প্রধানমন্ত্রী হবেন। রবিবার সাংসদ আসাদউদ্দিন নেটমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘‘হিজাব পরা মহিলা কলেজে যাবেন, জেলা কালেক্টর হবেন, জেলাশাসক, চিকি়ৎসক, ব্যবসায়ী ইত্যাদি হবেন।’’ সভায় উপস্থিত একঝাঁক মানুষের উদ্দেশে আসাদউদ্দিনকে বলতে শোনা যায়, ‘‘যদি আমাদের মেয়েরা হিজাব পরতে চায়, তাদের বাবা-মায়েরা সমর্থন করবেন, তার পর দেখি কে আটকায়।’’ তার পর যোগ করেন, ‘‘তখন আমি হয়তো বেঁচে থাকব না, কিন্তু আমার কথা মনে রাখুন, এক দিন হিজাব পরা মেয়ে ভারতের প্রধানমন্ত্রী হবেন।’’

এ নিয়ে তাঁর কাছে বিশদে প্রতিক্রিয়া নিতে গেলে সংবাদমাধ্যমের সামনে আর কিছু বলতে চাননি ওয়েইসি। অন্য দিকে তাঁকে কটাক্ষ করেছেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দীনেশ শর্মা। তাঁর দাবি, এ ভাবে উত্তরপ্রদেশ জুড়ে সাম্প্রদায়িকতার বীজ ছড়াতে চাইছে বিরোধীরা। বিজেপি নেতার দাবি, ‘‘সমাজবাদী পার্টির ‘বি-টিম’ হল মিম।’’

Advertisement

প্রসঙ্গত, কর্নাটকে উদুপি-তে মুসলমান ছাত্রীরা হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবেন না, এই নির্দেশ নিয়ে শুরু হয় বিতর্ক। অন্য দিকে, কর্নাটকের স্কুল-কলেজের সেই আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা গড়িয়েছে। এই বিতর্কে সম্প্রতি মন্তব্য করেছেন সমাজবাদী পার্টির নেত্রী রুবিনা খাতুন। অখিলেশের দলের নেত্রীর দাবি, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম অঙ্গ মেয়েদের ঘোমটা এবং হিজাব। কিন্তু তা নিয়ে যে ভাবে রাজনীতি করা হচ্ছে, তা ঘৃণ্য। তার পর এসপি নেত্রীর হুঙ্কার দেন, ‘‘যে হাত হিজাব ছোঁয়ার চেষ্টা করবে, সে হাত কেটে ফেলা হবে।’’

Advertisement
আরও পড়ুন