Atishi Marlena

আতিশীর নিরাপত্তা কমাল কেন্দ্র, ‘জ়েড’-এর বদলে ‘ওয়াই’ স্তরের সুরক্ষা পাবেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী

গত মাসেই আপ নেতা তথা দিল্লির প্রাক্তন শিক্ষামন্ত্রী মণীশ সিসৌদিয়া, আপ বিধায়ক অজয় দত্ত এবং দিল্লি বিধানসভার প্রাক্তন স্পিকার রাম নিবাস গোয়েলের নিরাপত্তা কমিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এ বার বাদ পড়লেন না আতিশীও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৬:৩৯
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা।

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা। — ফাইল চিত্র।

দিল্লির বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশীর নিরাপত্তা কমাল স্বরাষ্ট্র মন্ত্রক। এখন থেকে ‘জ়েড’-এর বদলে ‘ওয়াই’ স্তরের নিরাপত্তা পাবেন আম আদমি পার্টি (আপ) নেত্রী।

Advertisement

গত ফেব্রুয়ারিতে দিল্লির বিধানসভা নির্বাচনে আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরীওয়ালের পরাজয়ের এক মাস পর মার্চ মাসে দিল্লি পুলিশের নিরাপত্তা ইউনিট স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জানতে চেয়েছিল কেজরীর ‘জ়েড-প্লাস’ নিরাপত্তা অব্যাহত রাখা উচিত কি না। একই সঙ্গে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশীকে ‘জ়েড’ স্তরের নিরাপত্তা দেওয়ার প্রয়োজন রয়েছে কি না, সে বিষয়েও জানতে চাওয়া হয়েছিল। সূত্রের খবর, প্রথমে রাজি না হলেও শেষমেশ আতিশীর নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এখন থেকে ‘জ়েড’-এর পরিবর্তে ‘ওয়াই’ স্তরের নিরাপত্তা পাবেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে নিরাপত্তা সংস্থাগুলি ভিআইপি বা ভিভিআইপিদের নিরাপত্তা প্রদান করে। এই নিরাপত্তা ব্যবস্থাকে মূলত ৬ ভাগে ভাগ করা যায়। ‘এক্স’, ‘ওয়াই’, ‘ওয়াই প্লাস’, ‘জেড’, ‘জেড প্লাস’ এবং ‘এসপিজি’ বা ‘স্পেশাল প্রোটেকশন গ্রুপ’। যাঁর জীবন যতটা ঝুঁকিপূর্ণ, তাঁর জন্য তত নিবিড় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, বিধায়ক, সাংসদ, হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রথমসারির রাজনীতিক এবং শীর্ষ আমলারা সাধারণত এই চার স্তরের নিরাপত্তা পেয়ে থাকেন। দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে এত দিন ‘জ়েড’ নিরাপত্তা পেতেন আতিশী। এ বার সেই নিরাপত্তাই কমল। এখন থেকে দিল্লি পুলিশের দুই কম্যান্ডো-সহ ১২ জন নিরাপত্তা কর্মী আতিশীর প্রহরায় থাকবেন।

গত মাসেই আপ নেতা তথা দিল্লির প্রাক্তন শিক্ষামন্ত্রী মণীশ সিসৌদিয়া, আপ বিধায়ক অজয় দত্ত এবং দিল্লি বিধানসভার প্রাক্তন স্পিকার রাম নিবাস গোয়েলের নিরাপত্তা কমিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এ বার বাদ পড়লেন না আতিশীও। উল্লেখ্য, সোমবারই দিল্লি পুরনিগমের মেয়র নির্বাচনে না-লড়ার সিদ্ধান্ত নিয়েছে আপ। কেজরীর দলের যুক্তি, বিজেপি কাউন্সিলরদের কিনে ইতিমধ্যেই শক্তি বৃদ্ধি করে ফেলেছে। কিন্তু আপ তা পারেনি, আর ভবিষ্যতে এমন করবেও না। তাই সোমবার ভোটে না-লড়ার সিদ্ধান্ত ঘোষণা করেন আতিশী। ঘটনাচক্রে, সেই ঘোষণার পর দিনই কমল আতিশীর নিরাপত্তা।

Advertisement
আরও পড়ুন