Jammu and Kashmir

কাশ্মীর থেকে গ্রেফতার পাঁচ জঙ্গি, লস্কর সহযোগী বলে দাবি পুলিশের

রবিবার জম্মু ও কাশ্মীরের কুলগাঁও জেলা থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৩১
জম্মু ও কাশ্মীরে সেনা বাহিনী।

জম্মু ও কাশ্মীরে সেনা বাহিনী। ছবি: পিটিআই।

জম্মু ও কাশ্মীর উপত্যকা থেকে লস্কর-ই-তইবা জঙ্গি সংগঠনের পাঁচ জন সহযোগীকে গ্রেফতার। রবিবার জম্মু ও কাশ্মীরের কুলগাঁও জেলা থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। জম্মু ও কাশ্মীরের পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) যৌথ প্রয়াসে লস্কর সহযোগীদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।

Advertisement

গ্রেফতারির পাশাপাশি তাঁদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তদের নাম আদিল হুসেন ওয়ানি, সুহেল আহমেদ দার, আইতমাদ আহমেদ লাওয়ে, মেহরাজ আহমেদ লোন, সাবজার আহমেদ খার।

পুলিশ সূত্রে খবর, জঙ্গিদের কাছ থেকে দু’টি পিস্তল, তিনটি হ্যান্ড গ্রেনেড, একটি ইউবিজিএল গ্রেনেড লঞ্চার, দু’টি পিস্তলের ম্যাগাজিন, পিস্তল এবং একে-৪৭ এর গুলি উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থানার অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত এগিয়ে নিয়ে যেতে অভিযান চালাচ্ছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন