হাসপাতালের এই ঘরেই আগুন লেগেছিল। ছবি: সংগৃহীত।
মধ্যপ্রদেশের গ্বালিয়রের একটি হাসপাতালে রবিবার সকালে অগিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী এবং হাসপাতালের কর্মীদের মধ্যে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় সেই আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কেউ হতাহত হননি বলে হাসপাতাল সূত্রে খবর।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, প্রসূতি বিভাগের আইসিইউতে একটি এসিতে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। সেই সময় আইসিইউতে ছিলেন ১৩ জন রোগী। ধোঁয়া বেরোতে দেখেই হাসপাতালের কর্মীরা দ্রুত পদক্ষেপ করেন। সেই আগুন বাড়তে থাকায় আইউসিইয়ের জানলা ভেঙে রোগীদের উদ্ধার করা হয়। এ ছাড়াও ওই ভবনের ১৯০ জন রোগীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে খবর, সমস্ত রোগী সুরক্ষিত রয়েছেন। তবে প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করা হলেও সঠিক কারণ কী তা খতিয়ে দেখছে দমকল। হাসপাতালে এক কর্মী বলেন, ‘‘হঠাৎই আইসিইউ থেকে ধোঁয়া বেরোতে দেখেন নিরাপত্তাকর্মীরা। তাঁরাই হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করেন। ধোঁয়ায় ভরে গিয়েছিল আইসিইউ। তবে রোগীদের সময়মতো উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।’’