বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাউথ ব্লকে বিদেশ মন্ত্রকের সামনে বিভিন্ন দেশের কূটনীতিকেরা। ছবি: পিটিআই।
কাশ্মীরে হত্যালীলার ঘটনা নিয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে আলোচনায় বসল ভারত। আমেরিকা, রাশিয়া ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে বৃহস্পতিবার ওই বৈঠকে বসে বিদেশ মন্ত্রক। তাৎপর্যপূর্ণ ভাবে ওই বৈঠকে উপস্থিত ছিলেন চিনের কূটনীতিকও। ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপড়েন থাকা কানাডার প্রতিনিধিও বিদেশ মন্ত্রকের আমন্ত্রণে ওই বৈঠকে উপস্থিত ছিলেন। আধিকারিক সূত্রে খবর, অন্তত ২০টি দেশের কূটনীতিকেরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগাওঁয়ে যে নির্মম ভাবে সাধারণ মানুষকে হত্যা করেছে জঙ্গিরা, সেই বিষয়টি বিদেশি কূটনীতিকদের সামনে তুলে ধরেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে সবসময় ‘জ়িরো টলারেন্স’ (কোনও রেয়াত নয়) নীতিতে এগিয়ে চলছে, তা নিয়েও আলোচনা হয় ওই বৈঠকে। বস্তুত, কাশ্মীরে হত্যাকাণ্ডের দায়স্বীকার করেছে পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-এ-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’ বা টিআরএফ। ওই হামলায় পাকিস্তান থেকে আসা কয়েক জন জঙ্গি জড়িত রয়েছে বলেও সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ। এই পরিস্থিতিতে কাশ্মীরের হত্যাকাণ্ড ঘিরে ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি ঘটতে শুরু করেছে।
বুধবার নয়াদিল্লিতে দফায় দফায় বৈঠকের পর পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করে ভারত সরকার। স্থগিত করে দেওয়া হয় ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি। অটারী সীমান্তে ভারতের ‘ইন্টিগ্রেটেড চেক পোস্ট’ বন্ধও করে দেওয়া হয়েছে। যাঁরা বৈধ নথিতে এ দেশে এসেছেন, তাঁদের ১মে-র মধ্যে একই পথে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানিদের জন্য বাতিল করে দেওয়া হয়েছে ‘সার্ক’ ভিসাও। নয়াদিল্লিতে পাকিস্তানের দূতাবাসে থাকা প্রতিরক্ষা আধিকারিকদের ‘অবাঞ্ছিত’ বলে ঘোষণা করেছে ভারত। তাঁদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর পরেই বৃহস্পতিবার দুপুরে পাল্টা একগুচ্ছ পদক্ষেপ করে পাকিস্তান। পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় উড়ানসংস্থার বিমানের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে ইসলামাবাদ। একই সঙ্গে ভারতের সঙ্গে সব বাণিজ্যও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। ইসলামাবাদ জানিয়েছে, পাকিস্তানের দিকে জলপ্রবাহে বাধা দেওয়ার চেষ্টা হলে সেটিকে যুদ্ধ হিসাবে দেখা হবে। বিবৃতিতে পাকিস্তানের দাবি, শিমলা চুক্তি-সহ ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখার অধিকারও তাদের রয়েছে। এই দ্বিপাক্ষিক উত্তেজনার মাঝেই বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন দেশের কূটনীতিকদের ডেকে আলোচনা করল বিদেশ মন্ত্রক।