coivid-19

Covaxin: জরুরি ভিত্তিতে ৬ থেকে ১২ বছরের শিশুদের কোভ্যাক্সিন ব্যবহারে ছাড়পত্র দিল কেন্দ্র

ডিসিজিআই জরুরি ভিত্তিতে এই টিকা ব্যবহারে ছাড়পত্র দিয়েছে।খুব শীঘ্রই এই টিকা দেওয়া চালু হতে পারে বলেও মনে করা হচ্ছে।

Advertisement
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২২ ১২:৫৬
প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

জরুরি ভিত্তিতে ৬ থেকে ১২ বছর বয়সি শিশুদের কোভিড টিকা ব্যবহারে ছাড়পত্র দিল সরকার। সরকারি সূত্রে জানা গিয়েছে, টিকা এবং ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা (ডিসিজিআই) জরুরি ভিত্তিতে এই টিকা ব্যবহারে ছাড়পত্র দিয়েছে। খুব শীঘ্রই এই টিকা দেওয়া চালু হতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে কবে থেকে চালু হবে টিকা, তা নিয়ে এখনই স্পষ্ট করে কেন্দ্র কিছু জানায়নি। চিন-সহ বেশ কিছু দেশে ইতিমধ্যেই করোনা-স্ফীতি লক্ষ করা গিয়েছে। রাজধানী দিল্লি-সহ দেশের কিছু শহরেও সংক্রমণ বৃদ্ধির খবর মিলছে। এমতাবস্থায় ৬ থেকে ১২ বছর বয়সিদের টিকাকরণ হলে ওই বয়সসীমার শিশুরাও কিছুটা নিরাপদ বোধ করবে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে দু’হাজার ৪৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল চার কোটি ৩০ লক্ষ ৬২ হাজার ৫৬৯। উদ্বেগ বাড়িয়ে এখনও রাজধানীতে এক দিনে আক্রান্তের সংখ্যা হাজারের উপরেই। দিল্লিতে ২৪ ঘণ্টায় এক হাজার ১১ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।
দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৫ হাজার ৬৩৬ জন। যা মোট সংক্রমণের ০.০৪ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় ১,৩৯৯ জন আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তবে এর মধ্যে অসম সরকার আগে মৃত ১,৩৪৭ জনের রিপোর্ট জমা দিয়েছে। ফলে এখনও পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা পাঁচ লক্ষ ২৩ হাজার ৬২২ জন। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ।

Advertisement
আরও পড়ুন
Advertisement