— প্রতিনিধিত্বমূলক চিত্র।
হেলমেট না পরলে জ্বালানি দেওয়া হবে না! বাইক আরোহীকে এমনটাই সাফ জানিয়ে দিয়েছিলেন পেট্রল পাম্পের কর্মী। সেই রাগে পেট্রল পাম্পের বিদ্যুৎ সংযোগই বিচ্ছিন্ন করে দিলেন যুবক! সোমবার উত্তরপ্রদেশের হাপুর জেলায় ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক বিদ্যুৎ সরবরাহ দফতরে লাইনম্যানের কাজ করেন। সোমবার সন্ধ্যায় বাইকে জ্বালানি ভরাতে গিয়েছিলেন ওই যুবক। কিন্তু যুবকের মাথায় হেলমেট না থাকায় পেট্রল পাম্পের কর্মী জ্বালানি ভরতে রাজি হননি। এর পরেই রাগের মাথায় পেট্রল পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন যুবক! প্রায় ২০ মিনিট বিদ্যুৎহীন ছিল পাম্প। ঘটনার পরেই থানায় অভিযোগ দায়ের করেছেন পেট্রল পাম্পের মালিক। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমেছে। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
সম্প্রতি উত্তরপ্রদেশে শুরু হয়েছে ‘নো হেলমেট, নো ফুয়েল’ নীতি। অর্থাৎ এখন থেকে বাইকে জ্বালানি ভরানোর জন্য চালককে হেলমেট পরতেই হবে। হেলমেট না থাকলে জ্বালানি দেওয়া হবে না কাউকেই। রাজ্যের সমস্ত পেট্রল পাম্পকে এই মর্মে নির্দেশিকা পাঠিয়েছে উত্তরপ্রদেশ সরকার। বলা হয়েছে, শুধু চালকই নন, বাইকের পিছনের আসনে বসা আরোহীর মাথায় হেলমেট না থাকলেও জ্বালানি দেওয়া হবে না। নির্দেশ জারি করেছেন সে রাজ্যের পরিবহণমন্ত্রী ব্রজেশ নারাইন। রাজ্য প্রশাসন সূত্রে খবর, দুর্ঘটনার প্রবণতা কমাতেই এই সিদ্ধান্ত।