ED Officers Attacked in Delhi

দিল্লিতে সাইবার দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত ইডি! আধিকারিকদের ‘মারধর’ করলেন খোদ অভিযুক্তই

অভিযোগ, দুর্নীতির মামলায় অভিযুক্তকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তখন হঠাৎই ইডি আধিকারিকদের উপরে হামলা চালানো হয়। তদন্তকারীদের ‘মারধর’ করেন অভিযুক্ত এবং তাঁর পরিবারের সদস্যেরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১০:৪৫
(বাঁ দিকে) অভিযুক্তের বাড়িতে পড়ে রয়েছে ভাঙা চেয়ার-টেবিল। অভিযুক্তকে নিয়ে যাচ্ছে পুলিশ (ডান দিকে)।

(বাঁ দিকে) অভিযুক্তের বাড়িতে পড়ে রয়েছে ভাঙা চেয়ার-টেবিল। অভিযুক্তকে নিয়ে যাচ্ছে পুলিশ (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

ফের তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত ইডি। বৃহস্পতিবার সকালে সাইবার দুর্নীতি মামলার তদন্তে দিল্লির বিজওয়াসন এলাকায় যায় ইডির একটি দল। অভিযোগ, ওই মামলায় অভিযুক্ত এক চাটার্ড অ্যাকাউন্ট্যান্টকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তখন হঠাৎই ইডি আধিকারিকদের উপরে হামলা চালানো হয়। তদন্তকারীদের ‘মারধর’ করেন অভিযুক্ত এবং তাঁর পরিবারের সদস্যেরা।

Advertisement

ইডি আধিকারিকদের উপরে হামলার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পুলিশ যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইডির তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “ঘটনাস্থলে পাঁচ জন অভিযুক্ত ছিলেন। তাঁদের মধ্যে এক জন পলাতক। মারধরের জেরে ইডির এক অতিরিক্ত ডিরেক্টর আহত হয়েছেন।”

ইডি সূত্রে আরও জানা গিয়েছে, একটি মোবাইল অ্যাপের বিরুদ্ধে সাইবার প্রতারণার অভিযোগ ওঠায় তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। সেই তদন্তের সূত্রেই ওই চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট অশোক শর্মার বাড়িতে হানা দিয়েছিল ইডি। তল্লাশির পর জিজ্ঞাসাবাদ শুরু হয়। অভিযোগ, জিজ্ঞাসাবাদ চলার সময়ে হঠাৎই অশোক এবং তাঁর পরিবারের সদস্যেরা তদন্তকারীদের উপরে ঝাঁপিয়ে পড়েন। তবে ঘটনাস্থলে কত জন তদন্তকারী ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ জানিয়েছে, মারধরের ঘটনায় যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের এক জন পালিয়েছেন। তাঁর খোঁজ চলছে। আক্রান্ত ইডি আধিকারিকের চিকিৎসার বন্দোবস্তও শুরু হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের গোড়ায়, গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি। ‘রেশনকাণ্ডে’ অভিযুক্ত শাহজাহান শেখের বাড়ি তল্লাশি অভিযানে গেলে তদন্তকারীদের উপরে হামলা চালানো হয়। তল্লাশি মুলতুবি রেখেই ফিরতে হয় ইডিকে। সেই সময় ‘নিখোঁজ’ থাকা শাহজাহান ওই ঘটনার ৫৫ দিন পরে মিনাখাঁর বামনপুর এলাকা থেকে গ্রেফতার হন। তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়মের বিভিন্ন মামলায় তদন্ত চালাচ্ছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন