Holi

Death: নেশার ঘোরে গানের তালে নাচতে নাচতে নিজের বুকে ছুরি! তার পরেই মৃত্যু

সাউন্ড বক্সে তখন বাজছিল সঞ্জয় দত্ত অভিনীত ‘খলনায়ক’ ছবির গান ‘নায়ক নেহি, খলনায়ক হুঁ ম্যায়’।

Advertisement
সংবাদ সংস্থা
ভোপাল শেষ আপডেট: ১৯ মার্চ ২০২২ ১৭:২৩
বন্ধুদের সঙ্গে নাচছিলেন গোপাল (হলুদ জামা পরা)। ছবি সৌজন্য টুইটার।

বন্ধুদের সঙ্গে নাচছিলেন গোপাল (হলুদ জামা পরা)। ছবি সৌজন্য টুইটার।

বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে নেশা করে ‘হোলিকা দহন’ পালন করছিলেন। গানের তালে তালে সকলেই নাচছিলেন। হাতে ছুরি নিয়ে নাচছিলেন গোপাল। সাউন্ড বক্সে তখন বাজছিল সঞ্জয় দত্ত অভিনীত ‘খলনায়ক’ ছবির গান ‘নায়ক নেহি, খলনায়ক হুঁ ম্যায়’।

নেশার ঘোরে সেই গানের দৃশ্যাভিনয় করছিলেন গোপাল সোলাঙ্কি নামে ওই ব্যক্তি। ডান হাতে থাকা ছুরি দিয়ে এর পরই বুকের বাঁ দিকে চার বার আঘাত করেন। সেই অবস্থাতেও নাচছিলেন তিনি। বন্ধুরাও লক্ষ করেননি কী সর্বনাশ করে ফেলেছেন গোপাল।

Advertisement

নেশার ঘোরে গোপাল নিজেও বুঝতে পারেননি যে গুরুতর জখম হয়েছেন তিনি এবং বুক থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। ইতিমধ্যেই সেই দৃশ্য চোখে পড়ে এক মহিলার। তিনি দৌড়ে এসে গোপালকে সতর্ক করেন। রক্তে হলুদ জামার বাঁ দিকটা লাল হয়ে গিয়েছিল। সম্বিৎ ফিরতেই গোপালকে টলতে টলতে সেখান থেকে চলে যেতে দেখা যায়।

গুরুতর জখম অবস্থায় গোপালকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি মধ্যপ্রদেশের ইনদওরের বনগঙ্গা এলাকার।

আরও পড়ুন
Advertisement