Donald Trump

২০২৫ সালে ‘কোয়াড’ শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ভারত, বৈঠকে যোগ দিতে পারেন ডোনাল্ড ট্রাম্পও

আগামী বছরে ‘কোয়াড’ সদস্য রাষ্ট্রগুলির সম্মেলন রয়েছে ভারতে। ওই বৈঠকে প্রতিনিধিত্ব করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ইতিমধ্যে জাদুসংখ্যা পার করে ফেলেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ২০:৫৭
(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী (ডান দিকে)।

(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী (ডান দিকে)। —ফাইল চিত্র।

চিনকে চাপে রাখার জন্য ‘কো়য়াড’ (চতুর্দেশীয় অক্ষ) সদস্য রাষ্ট্রগুলির সঙ্গে বন্ধুত্বকে আরও জোরদার করতে চান ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার আগে থেকেই তাঁর এই মনোভাব স্পষ্ট। আগামী বছরে (২০২৫ সালে) ‘কোয়া়ড’ সদস্য রাষ্ট্রগুলির বৈঠক আয়োজিত হচ্ছে ভারতে। ওই বৈঠকে আমেরিকার প্রতিনিধিত্ব করতে দেখা যেতে পারে ট্রাম্পকে।

Advertisement

এ বছরেই চতুর্দেশীয় অক্ষের শীর্ষ সম্মেলন আয়োজিত হওয়ার কথা ছিল ভারতে। চলতি বছরের সেপ্টেম্বরে নয়া দিল্লিতে ওই সম্মেলন আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু শীর্ষ নেতাদের সময়সূচির কিছু সমস্যার কারণে তা নিউ ইয়র্কে আয়োজিত হয়েছিল। তাই এ বছরের পরিবর্তে আগামী বছরে চতুর্দেশীয় অক্ষের শীর্ষ সম্মেলন আয়োজন করবে ভারত। বিদেশ মন্ত্রক থেকেও জানানো হয়েছে, আগামী বছরের কোয়াড সম্মেলন এ দেশেই আয়োজিত হবে। আমেরিকার অনুরোধে চলতি বছরের সম্মেলন দিল্লি থেকে সরানো হয়েছিল।

আগামী বছরের চতুর্দেশীয় অক্ষের বৈঠক কবে হবে, তা এখনও সরকারি ভাবে ঘোষণা করা হয়নি। তবে ২০২১ সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত বছরের শুরুর দিকে ‘কোয়াড’ সদস্য দেশগুলির বৈঠক হয়নি। ২০২১ সালে করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে বসেছিলেন রাষ্ট্রনেতারা। তার পর থেকে কখনও মে মাসে, কখনও সেপ্টেম্বর মাসে চতুর্দেশীয় অক্ষের বৈঠক হয়েছে। আমেরিকার নতুন প্রেসি়ডেন্টেরাও সাধারণত শপথ নেন ২০ জানুয়ারি। সে ক্ষেত্রে ২০২৫ সালের ‘কোয়াড’ সম্মেলনে ট্রাম্পকেই আমেরিকার প্রতিনিধিত্ব করতে দেখার সম্ভাবনা প্রবল। সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টু়ডে’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী বছরের চতুর্দেশীয় অক্ষের শীর্ষ সম্মেলনে আমেরিকার হয়ে ট্রাম্পই প্রতিনিধিত্ব করবেন।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে ইতিমধ্যে জয় নি‌শ্চিত করে ফেলেছেন ট্রাম্প। পার করেছেন জয়ের জন্য প্রয়োজনীয় ‘জাদুসংখ্যা’। আলাস্কা, আরিজ়োনা, নেভাদা, মিশিগান এবং মেইন প্রদেশে এখনও গণনা চলছে। যে কোনও মুহূর্তে ওই পাঁচ প্রদেশেরও ফল প্রকাশ্যে চলে আসতে পারে।

আরও পড়ুন
Advertisement