S Regupathy

‘ভগবান রাম সামাজিক ন্যায়বিচারের রক্ষক’, স্ট্যালিনের মন্ত্রীর মন্তব্যে শোরগোল তামিলনাড়ুতে

সোমবার তামিলনাড়ুর ধর্মীয় সংগঠন কুম্বন কাজ়াঘম আয়োজিত এক সভায় সে রাজ্যের আইনমন্ত্রী তথা প্রবীণ ডিএমকে নেতা এস রঘুপতি বললেন, ‘‘ভগবান রাম ছিলেন সামাজিক ন্যায়বিচারের রক্ষক।’’

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ জুলাই ২০২৪ ২৩:৩৮
(বাঁ দিকে) এম কে স্ট্যালিন এবং এস রঘুপতি।

(বাঁ দিকে) এম কে স্ট্যালিন এবং এস রঘুপতি। —ফাইল চিত্র।

দলের সদস্যপদ পেতে গেলে নিজেকে ‘নাস্তিক’ ঘোষণা করার বিধি রয়েছে দীর্ঘদিন ধরে। তামিলনাড়ুর শাসক দল সেই ডিএমকের প্রথম সারির নেতার মুখে শোনা গেল রামের স্তুতি! সোমবার তামিলনাড়ুর ধর্মীয় সংগঠন কুম্বন কাজ়াঘম আয়োজিত এক সভায় সে রাজ্যের আইনমন্ত্রী তথা প্রবীণ ডিএমকে নেতা এস রঘুপতি বললেন, ‘‘ভগবান রাম ছিলেন সামাজিক ন্যায়বিচারের রক্ষক।’’

Advertisement

এখানেই থেমে থাকেননি রঘুপতি। সরাসরি রামকে ‘দ্রাবিড়ীয় সংস্কৃতির মডেল’ এবং ‘ধর্মনিরপেক্ষ’ বলেও বর্ণনা করেছেন তিনি। দ্রাবিড় আন্দোলনের প্রাণপুরুষ প্রয়াত পেরিয়ার রামস্বামী নাইকার একাধিক বার প্রকাশ্যে আর্য জাতির প্রতিনিধি রামের সমালোচনা করেছেন। সমর্থন জানিয়েছেন, ‘অনার্য রাজা রাবণকে’। সেই আদর্শের উত্তরসূরি রঘুপতির এ হেন মন্তব্যকে কটাক্ষ করেছে বিজেপি।

ঘটনাচক্রে, রঘুপতির বক্তব্যে এসেছে পেরিয়ারের কথাও। তিনি বলেছেন, ‘‘পেরিয়ায়, আন্নাদুরাই (ডিএমকে প্রতিষ্ঠাতা তথা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী), কলাইনার (এম করুণানিধি) এবং স্ট্যালিনের আগে রামই ছিলেন সামাজিক ন্যায়বিচারের রক্ষক।’’ ঘটনাচক্রে, ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের পুত্র উদয়নিধি সম্প্রতি বলেছিলেন, ‘‘সনাতন ধর্মের আদর্শকে মুছে ফেলার এই অনুষ্ঠানে আমায় আমন্ত্রণ জানানোয় আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। আমাদের প্রথম কাজ হল বিরোধিতা নয়, সনাতন ধর্মের আদর্শকে মুছে ফেলা। এই সনাতন প্রথা সামাজিক ন্যায় এবং সাম্যের বিরোধী।’’ এ বার সেই সনাতন ধর্মের অন্যতম আরাধ্যের স্তুতি করলেন স্ট্যালিন মন্ত্রিসভায় উদয়নিধির সতীর্থ।

আরও পড়ুন
Advertisement