Manish Sisodia

সোমবারই গ্রেফতার হবেন মণীশ সিসৌদিয়া, সিবিআই সমনের প্রেক্ষিতে অভিযোগ আম আদমি পার্টির

এর আগেও একাধিক বার সিসৌদিয়াকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তাঁর বাসভবন থেকে ব্যাঙ্কের লকার, গ্রামের বাড়ি— সব জায়গাতেই তল্লাশিও চালিয়েছে। আপের দাবি, তাতে কিছুই পাওয়া যায়নি।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২২ ১৪:৩২
দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া।

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া। ফাইল ছবি।

সমন পাঠিয়ে সোমবার তাঁকে ডেকে পাঠিয়েছে সিবিআই। সে দিনই দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়াকে গ্রেফতার করা হবে। এমনই অভিযোগ আম আদমি পার্টির। পার্টির অন্যতম নেতা সৌরভ ভরদ্বাজের দাবি, আসন্ন গুজরাত ভোটের কথা ভেবেই সিসৌদিয়াকে গ্রেফতার করার ছক কষেছে মোদী সরকার। তাঁর কটাক্ষ, আপের ভয়ে কাঁপছে বিজেপি!

প্রসঙ্গত, দিল্লির আবগারি-কাণ্ডে সোমবার সকাল ১১টায় সিসৌদিয়াকে ডেকে পাঠিয়েছে সিবিআই।

Advertisement

যদিও সাম্প্রতিকতম সমন নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি সিসৌদিয়া নিজেও। তিনি জানান, এর আগে সিবিআই অভিযানে কিছুই পাওয়া যায়নি। তবুও তলব। আমরা তদন্তকারী সংস্থাকে সমস্ত রকম সহযোগিতা করতে দায়বদ্ধ। তিনি টুইটে লেখেন, ‘‘সিবিআই আমার বাড়িতে ১৪ ঘণ্টা ধরে অভিযান চালিয়েছে। কিন্তু কিছুই পায়নি। ওরা আমার ব্যাঙ্কের লকারও খুলে খুঁজে দেখেছে। সেখানেও কিছু পায়নি। এমনকি আমার গ্রামের বাড়িতে তল্লাশি চালিয়েও কিছু পায়নি। এ বার আমাকে সিবিআইয়ের সদর দফতরে সোমবার সকাল ১১টায় হাজির হতে বলেছে। আমি যাব এবং আমাদের সমস্ত সহযোগিতা পাবে তদন্তকারী সংস্থা।’’

আপের জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালও প্রত্যাশিত ভাবেই সিসৌদিয়ার পাশে দাঁড়িয়েছেন। তিনি সিসৌদিয়ার টুইটকে রিটুইট করে লেখেন, ‘‘জেলের গরাদ ভগৎ সিংহের দৃঢ় সংকল্পকে টলাতে পারেনি। এটা দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ। মণীশ এবং সত্যেন্দ্র (জৈন) আজকের ভগৎ সিংহ।’’

আবগারি মামলায় গত মাসেই সিসৌদিয়ার ঘনিষ্ঠ বলে পরিচিত বিজয় নায়ারকে গ্রেফতার করেছে সিবিআই। যদিও শুরু থেকেই আপ দাবি করে এসেছে, আবগারি কেলেঙ্কারি বলে যে ঘটনা নিয়ে ‘গুজব’ ছড়াচ্ছে বিজেপি, তাতে আসলে কোনও দুর্নীতিই হয়নি। আসন্ন গুজরাত ভোটে ক্ষমতা দখল করতে চলেছে আপ, তাই মরিয়া হয়ে আপকে ঠেকানোর পথ খুঁজছে বিজেপি। নরেন্দ্র মোদী নিজে সিবিআইকে দিয়ে আপ নেতাদের হেনস্থা করাচ্ছেন। আপ নেতা সৌরভ বলেন, ‘‘বিজেপি আসলে আপের ভয়ে কাঁপছে। গুজরাতে যে বিশাল হার তাদের জন্য অপেক্ষা করছে, তা ক্রমশ বুঝতে পারছে বিজেপি। তবে এ সব করে আপকে ঠেকানো যায় না।’’

Advertisement
আরও পড়ুন