Delhi School

‘ইচ্ছামতো ফি বৃদ্ধি করলেই ফল ভুগতে হবে’! বেসরকারি স্কুলগুলিকে হুঁশিয়ারি রেখার

কেজরীর দলের দাবি, নতুন সরকার ক্ষমতায় ফিরতেই দিল্লিতে বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি পেয়েছে। তাদের আরও অভিযোগ, সরকার পোষিত নয় এমন বেসরকারি স্কুলগুলির কমিটির সঙ্গে যোগ রয়েছে বিজেপির।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৬:৩৭
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। — ফাইল চিত্র।

দিল্লি বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি নিয়ে বিজেপি সরকারের দিকে আঙুল তুলেছে বিরোধী দল আম আদমি পার্টি (আপ)। সেই অভিযোগ ঝেড়ে ফেলতে তৎপর হলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি জানালেন, দিল্লির বেসরকারি স্কুলগুলিতে যখন-তখন ফি বৃদ্ধি করা যাবে না। পড়ুয়া এবং অভিভাবকদের হেনস্থাও কোনও ভাবে বরদাস্ত করা হবে না। বেসরকারি স্কুলের কয়েক জন অভিভাবক এবং পড়ুয়াদের সঙ্গে কথা বলেছেন রেখা। সেই ভিডিয়ো নিজেক এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করেছেন তিনি।

Advertisement

মুখ্যমন্ত্রীর সঙ্গে কথোপকথনে এক অভিভাবক অভিযোগ করেন, ফি বৃদ্ধি নিয়ে প্রতিবাদ করায় তাঁর সন্তানকে মডেল টাউনের এক স্কুল থেকে বার করে দেওয়া হয়েছে। শুনে রেখার হুঁশিয়ারি, ওই স্কুলের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। তিনি বলেন, ‘‘কিছু নীতি রয়েছে (ফি বৃদ্ধির)। কোনও স্কুল নীতি না মানলে তাকে ফল ভুগতে হবে। যে সব স্কুলের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, তাদের নোটিস পাঠানো হবে।’’ এর পরে সমাজমাধ্যমে পোস্ট দিয়ে তিনি লেখেন, দিল্লি সরকার কোনও রকম ‘অন্যায়, হেনস্থা, অনিয়ম’ সহ্য করবে না। তাদের লক্ষ একটাই, যাতে সব শিশু ‘ন্যায়, সম্মান এবং শিক্ষা’ পায়।

দিল্লির পূর্বতন অরবিন্দ কেজরীওয়াল সরকার বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধি নিয়ে কড়া পদক্ষেপ করেছিল। কেজরীর দলের দাবি, নতুন সরকার ক্ষমতায় ফিরতেই দিল্লিতে বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি পেয়েছে। তাদের আরও অভিযোগ, সরকার পোষিত নয় এমন বেসরকারি স্কুলগুলির কমিটির সঙ্গে যোগ রয়েছে বিজেপির। সেই সুবাদেই তারা যথেচ্ছ ফি বৃদ্ধি করছে। আপ নেতা সৌরভ ভরদ্বাজ বলেন, ‘‘অ্যাসোসিয়েশন অফ আনএডেড প্রাইভেট স্কুলের প্রেসিডেন্ট ভারত অরোরা বিজেপি দফতরের কর্মী ছিলেন। মুখ্যমন্ত্রীর জন্য প্রচারও করেছিলেন তিনি। এ বার বিজেপি ক্ষমতায় আসতেই স্কুলে ফি বৃদ্ধির ক্ষমতা প্রকাশ্যে আসছে।’’ বিজেপি যদিও অভিযোগ উড়িয়ে বলেছে, আপ ‘মিথ্যে’ বলছে।

Advertisement
আরও পড়ুন