Post-Poll Violence

ভোট মিটতেই ‘হিংসা’ ছড়াল মধ্যপ্রদেশের বিজয়পুরে! পুড়িয়ে দেওয়া হল দলিত গ্রাম

বুধবার এই বিধানসভা আসনে উপনির্বাচন ছিল। অভিযোগ, ভোট শেষ হতেই দলিতদের একটি গ্রামে হামলা চালানো হয়। তার পর গ্রামে আগুন ধরিয়ে দেন এক দল লোক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৮:৩৬
বিজয়পুরে একের পর এক ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতীকী ছবি।

বিজয়পুরে একের পর এক ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতীকী ছবি।

ভোট মিটতেই ‘হিংসা’ ছড়াল মধ্যপ্রদেশের বিজয়পুরে। বুধবার এই বিধানসভা আসনে উপনির্বাচন ছিল। অভিযোগ, ভোট শেষ হতেই দলিতদের একটি গ্রামে হামলা চালানো হয়। তার পর গ্রামে আগুন ধরিয়ে দেন এক দল লোক।

Advertisement

জানা গিয়েছে, বিজয়পুরের গোহতা গ্রামে হামলা চালানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, রাত হতেই এক দল লোক গ্রামে ঢুকে বাড়িঘর ভাঙচুর করেন। আগুন ধরিয়ে দেন। মারধরও করেন গ্রামবাসীদের। হামলার মুখে পড়ে গ্রামবাসীরা আতঙ্কে পালাতে থাকেন। অনেকে আবার স্থানীয় থানায় আশ্রয় নেন।

গ্রামবাসীদের অভিযোগ, গ্রামে এক দল লোক হামলা চালাচ্ছে, এই খবর পাওয়ার পরেও পুলিশ ঘটনাস্থলে আসেনি। অভিযুক্তদের ধরার কোনও উদ্যোগ নেয়নি। যদিও বিজয়পুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পাপ্পু সিংহ যাদব এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছেন, হামলার খবর পেয়েই পুলিশ ওই গ্রামে যায়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে। এটিকে গোষ্ঠীদ্বন্দ্ব বলেই দাবি করেছেন ওই পুলিশ আধিকারিক।

বুধবার নির্বাচনের দিন সকাল থেকেই দফায় দফায় অশান্ত হয়ে ওঠে বিজয়পুরের একাধিক এলাকা। বুথ দখল, ছাপ্পার অভিযোগ ঘিরে বিজেপি এবং কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষও হয়। সেই ঘটনায় বেশ কয়েক জন আহত হন। ভোট মিটতেই আবার দু’দলের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তার কিছু ক্ষণ পরেই রাতের দিকে দলিতদের একটি গ্রামে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় কোনও রাজনৈতিক যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন
Advertisement