সাইবার প্রতারণা চেষ্টা। প্রতীকী ছবি।
হঠাৎই একটি অচেনা নম্বর থেকে হোয়াট্সঅ্যাপ কল পেয়েছিলেন শিব অরোরা। প্রোফাইল ছবিতে পুলিশের উর্দিপরা অফিসারগোছের এক ব্যক্তি। ফোন ধরতেই উর্দিধারী ওই পুলিশ অফিসারের প্রথম প্রশ্ন, ‘‘আপনার ছেলের নাম কী?’’ শিব পাল্টা প্রশ্ন করেন, ‘‘কেন বলুন তো?’’ পাল্টা প্রশ্ন শুনে ওই অফিসার আবার বলেন, ‘‘আপনি নাম বলুন, ছেলের সঙ্গে আপনার কথা বলিয়ে দিচ্ছি।’’
এ কথা শুনে শিবের একটু হাসিই পেয়েছিল। অন্তত তেমনই দাবি করেছেন তিনি। কারণ শিব তত ক্ষণে বুঝে গিয়েছিলেন যে, এটি সম্পূর্ণ ভুয়ো ফোন। আর প্রতারকের যে নম্বর দেখাচ্ছিল সেটি পাকিস্তানের কোনও একটি জায়গার। যাই হোক, প্রতারকের সঙ্গে একটু মজা করার ইচ্ছে হয়েছিল তাঁর, সমাজমাধ্যমে এমনই দাবি করেছেন তিনি। প্রতারকের প্রশ্নের উত্তরে শিব নিজের নামের সঙ্গে ছেলের নাম জুড়ে দিয়ে বলেন, ‘‘আমার ছেলের নাম শিব।’’ আবার প্রশ্ন আসে, ‘‘আপনি শিবের কে হন?’’
এ কথা শুনে একটু মিহি কণ্ঠে শিব বলেন, ‘‘আমি ওর ঠাকুরমা বলছি।’’ এই উত্তর শুনে কিছুটা থমকে গিয়েছিলেন ফোনের ও পারে থাকা ব্যক্তি। শিব বলেন, ‘‘হয়তো আমার কথা শুনে বিশ্বাস হয়নি, তাই দু’বার প্রশ্ন করেই ছেলের মায়ের সঙ্গে কথা বলাতে বলেন।’’ শিব তখন জোরে জোরেই তাঁর স্ত্রীকে বলেন, ‘‘শুনছ, তোমার ছেলেকে নাকি পুলিশে গ্রেফতার করেছে। এসে কথা বলো।’’ শিব আগে থেকেই স্ত্রীকে ইশারায় বিষয়টি বুঝিয়ে দিয়েছিলেন। শিবের স্ত্রী ফোন ধরে হ্যালো বলতেই ও পাশ থেকে অফিসার বলেন, ‘‘আপনার ছেলে খুব কান্নাকাটি করছে। কথা বলুন। আপনার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। কিছু টাকা দিলেই ওকে ছেড়ে দেওয়া হবে।’’ তার পরই ফোনে জোরে জোরে কান্নার আওয়াজ পাওয়া যায় এবং জড়ানো কণ্ঠে বলতে শোনা যায়, ‘‘মা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও!’’ ফোনের স্পিকার অন করেই শিবের স্ত্রী কথা বলছিলেন। কান্নাকাটির আওয়াজ শুনেই হো হো করে হেসে ফেলেন শিব। তাঁর হাসির আওয়াজ শুনতেই অফিসার ফোন কেটে দেন।
এই ঘটনার অভিজ্ঞতা সমাজমাধ্যমে শেয়ার করেছেন শিব। সেই সঙ্গে এই ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তিনি। চারপাশে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর মতো ঘটনা বেড়ে চলেছে। সাইবার অপরাধীরা নতুন নতুন কৌশলে প্রতারণা করছেন। অনেকে সেই ফাঁদে পা দিয়ে লাখ লাখ টাকা খোয়াচ্ছেন। তবে সব ক্ষেত্রেই যে প্রতারকেরা সফল হচ্ছেন এমনটা নয়। ‘ডিজিটাল অ্যারেস্ট’ নিয়ে সরকারের তরফে নানা ভাবে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। অনেক সতর্কও হয়েছেন। কিন্তু অনেকে আবার সামান্য ভুলে সেই ফাঁদে পা দিচ্ছেন।