Shivraj Singh Chauhan

Cow Dung: গোবর-গোমূত্র শক্তিশালী করতে পারে ​দেশের অর্থনীতিকে! বললেন মুখ্যমন্ত্রী শিবরাজ

এমন অর্থনৈতিক সঙ্কটের আবহে পরিত্রানের পথ বাতলে দিলেন মধ্যপ্রদেশের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
ভোপাল শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২১ ০৭:২৪
শিবরাজ সিংহ চৌহান।

শিবরাজ সিংহ চৌহান। —ফাইল চিত্র।

অর্থনীতি বেহাল। পেট্রল-ডিজেল থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বা খাদ্যবস্তু-সব্জি— সবেরই দাম লাগামছাড়া হয়েছে। কর্মসংস্থানের অভাবে চার দশকে বেকারির হার রেকর্ড গড়েছে। রোজকোষ ভরাতে গত ৭০ বছরে তৈরি হওয়া জাতীয় সম্পদ বিক্রি করছে নরেন্দ্র মোদী সরকার। এমন অর্থনৈতিক সঙ্কটের আবহে পরিত্রানের পথ বাতলে দিলেন মধ্যপ্রদেশের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান।

রবিবার ভোপালে পশু চিকিৎসকদের মহিলা শাখার এক অনুষ্ঠানে শিবরাজ সিং চৌহান বলেন, ‘‘গরু বা বলদ ছাড়া অনেক কাজই এগোতে পারে না। এরা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে গরু ও তাদের গোবর, গোমূত্র সব রাজ্য এমনকী দেশের অর্থনীতিকেও শক্তিশালী করতে পারে।’’ তাঁর মতে, দেশের অর্থনীতিকে পোক্ত করতে গরু, গোবর ও গোমূত্র গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। গরু নিয়ে বিজেপির নেতা-মন্ত্রী-সাংসদদের নানা রকম তত্ত্বের কথা আগেও শোনা গিয়েছে। এর আগে বাংলার প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গরুর দুধে সোনার সন্ধানের হদিশ দিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন। করোনা থেকে বাঁচতে এক বিজেপি সাংসদ গো-চোনা সেবনের দাওয়াই দিয়েছিলেন। বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা তো গোবর-গোমূত্রে ক্যানসার সারানোর উপায়ও বাতলেছিলেন। এ বার দেশের অর্থনীতি পোক্ত করতে গোবর-গোমূত্র তত্ত্বের কথা জানালেন বিজেপি মুখ্যমন্ত্রী। শিবরাজ সিংহ চৌহানের দাবি, ‘‘কীটনাশক থেকে ওষুধ— গোবর, গোমূত্র দিয়ে সব কিছু তৈরি হয়। সুতরাং এর গুরুত্ব অপরিসীম। আমরা বিষয়টি নিয়ে উদ্যোগী, যথাসাধ্য সহায়তার চেষ্টা করছি। এ ক্ষেত্রে মহিলাদের যোগদান এ কাজ অনেকটা সহজসাধ্য করতে পারে।’’

Advertisement

শিবরাজের গো-তত্ত্বের পরে অনেকেই বলছেন, নরেন্দ্র মোদীর জমানায় গরু নিয়ে রাজনীতি করতে গিয়ে মানুষ খুনেরও অভিযোগ উঠেছে সঙ্ঘ পরিবার ও বিজেপির বিরুদ্ধে। এ বার গো-অর্থনীতির তত্ত্ব যে দেশকে কোথায় নিয়ে যাবে, কে জানে!

আরও পড়ুন
Advertisement