মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে উচ্চ আদালতে যাচ্ছেন ঠিকাদারেরা। —প্রতীকী চিত্র।
কাজ করিয়েও পয়সা দেয়নি মহারাষ্ট্র সরকার। এমন অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হতে চলেছেন সে রাজ্যের ঠিকাদারদের একাংশ। তাঁদের অভিযোগ, সরকারের থেকে ৮৯ হাজার কোটি টাকারও বেশি বকেয়া রয়েছে। কিন্তু বকেয়া মেটানোর কোনও উদ্যোগ নিচ্ছে না সরকার।
সমস্যার সমাধানে গত শুক্রবার মহারাষ্ট্রে ঠাণেতে বৈঠকে বসে ‘মহারাষ্ট্র স্টেট কনট্র্যাক্টরস অ্যাসোসিয়েশন’ এবং ‘স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন’। সেই বৈঠকেই স্থির হয় যে, পাওনা আদায়ে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হবে ঠিকাদার সংগঠন।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বকেয়া ৮৯ হাজার টাকা চেয়ে গত বছর থেকেই সরকারের উপরমহলে চাপ বৃদ্ধি করছিলেন ঠিকাদারদের একাংশ। গত ফেব্রুয়ারি মাসে সরকারি ঠিকাদারদের একাংশ সরকারকে চিঠি দিয়ে রীতিমতো হুঁশিয়ারির সুরে জানান, বকেয়া না-মেটালে নতুন কোনও কাজ করবেন না তাঁরা। তার পর সরকারের তরফে ৪০০০ কোটি টাকা মেটানো হয়েছিল বলে জানিয়েছে সরকারি ঠিকাদারদের সংগঠন।
ঠিকাদার সংগঠনের তরফে জানানো হয়েছে, মহারাষ্ট্র সরকারের পূর্ত বিভাগের কাছ থেকে সবচেয়ে বেশি টাকা পান ঠিকাদারেরা। বকেয়ার পরিমাণ প্রায় ৪৬ হাজার কোটি টাকা।