Priyanka Gandhi On Nirmala Sitharaman

‘কোন গ্রহে বাস করেন!’ অর্থমন্ত্রী নির্মলাকে কেন লোকসভায় খোঁচা দিলেন কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা

তাৎপর্যপূর্ণ ভাবে ভারত এবং পশ্চিমবঙ্গের অর্থনীতি প্রসঙ্গে বাজেট বিতর্কে মন্তব্যের জবাবে প্রিয়ঙ্কা গান্ধীর সুরেই নির্মলা সীতারামনকে নিশানা করেছে তৃণমূলও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২২
(বাঁ দিকে) নির্মলা সীতারামন এবং প্রিয়ঙ্কা গান্ধী বঢরা।

(বাঁ দিকে) নির্মলা সীতারামন এবং প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। —ফাইল চিত্র।

লোকসভায় বাজেট বিতর্কে মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। তাৎপর্যপূর্ণ ভাবে ভারত এবং পশ্চিমবঙ্গের অর্থনীতি নিয়ে নির্মলার দাবির জবাবে প্রিয়ঙ্কার সুরেই নির্মলাকে নিশানা করেছে তৃণমূলও।

Advertisement

ভারতীয় অর্থনীতির বৃদ্ধি নিয়ে নির্মলার দাবিকে খোঁচা দিয়ে প্রিয়ঙ্কা বলেন, ‘‘উনি বলছেন কোনও মুদ্রাস্ফীতি নেই। বেকারত্বের কোনও বৃদ্ধি নেই। মূল্যবৃদ্ধি নেই। আমি জানি না উনি কোন গ্রহে বাস করেন।’’ অন্য দিকে, তৃণমূলের এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ‘‘উনি (নির্মলা) নিশ্চয়ই পাথরের নীচে থাকেন, তাই দাবি করছেন, বাংলায় কোনও চাকরি নেই, কারখানা নেই এবং কোনও দূরদৃষ্টি নেই।’’

বাজেট বিতর্কে মঙ্গলবার নির্মলা লোকসভায় দাবি করেছিলেন, ধাক্কা কাটিয়ে উঠে ভারতীয় অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের ‘সাফল্যের’ প্রসঙ্গও উঠে এসেছিল তাঁর বক্তৃতায়। অন্য দিকে, বাংলার তৃণমূল সরকারের বিরুদ্ধে ‘দুর্নীতি এবং অনুন্নয়নের’ অভিযোগ তুলেছিলেন তিনি। যার জবাবে তৃণমূলের এক্স পোস্টে লেখা হয়েছে, ‘‘পাঁচ হাজারের বেশি আন্তর্জাতিক বাণিজ্যকর্তা বাংলাকে পুঁজির গন্তব্যে ভারতসেরা বলেছেন। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)-এ ৪ লক্ষ ৪০ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব চূড়ান্ত হয়েছে। গত ৮ বছরে এসেছে ১৯ লক্ষ ৫০ হাজার কোটি টাকার প্রস্তাব। বাংলায় বেকারত্বের হার জাতীয় গড়ের তুলনায় ধারাবাহিক ভাবে কম। ৯০ লক্ষ ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্পে (এমএসএমই) ১ কোটি ৩৬ লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। মহিলা পরিচালিত এমএসএমই-র সংখ্যায় পশ্চিমবঙ্গ দেশের মধ্যে প্রথম।’’

Advertisement
আরও পড়ুন